লক্ষ্মীপুজোর পরদিনই ফের মেট্রো বিভ্রাটে তিতিবিরক্ত যাত্রীরা, কখন থেকে স্বাভাবিক পরিষেবা?

Published : Oct 07, 2025, 03:06 PM IST

Kolkata Metro News: উৎসবের মরশুম মিটতেই ফের পুরনো ছন্দে ফিরল কলকাতা মেট্রো। শুধু আগের টাইম টেবিলই নয়। দিনের ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট ফের সংবাদ শিরোনামে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ফের কলকাতা মেট্রো বিভ্রাট

লক্ষ্মী পুজোর ছুটি কাটিয়ে সবে মাত্র কাজকর্মে ফিরছে আমজনতা। তারই মধ্যে দিনের শুরুতেই বিপত্তি। ব্যস্ত সময়ে থমকে গেল ব্লু লাইনে মেট্রো পরিষেবা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়। 

25
মেট্রো বিভ্রাট

সূত্রের খবর, টিকিট কাউন্টার থেকে  টিকিট বিক্রি  বন্ধ সহ যাত্রীদের  টাকা ফিরিয়ে দিয়ে তাদের অন্য ব্যবস্থা করে চলে যেতে বলা হয়। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। দক্ষিণেশ্বর লাইনে পয়েন্ট খারাপের কারণে এই বিভ্রাট বলে জানা গিয়েছে। 

35
কত পর্যন্ত বিঘ্ন ঘটে পরিষেবার?

মেট্রোরেল সূত্রে খবর, দক্ষিণেশ্বরে পয়েন্ট খারাপ থাকার কারণে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। ফলে আপ ও ডাউন লাইনে যারা দক্ষিণেশ্বরে আসবেন এবং সেখান থেকে গন্তব্যে যাবেন সমস্যায় পড়েন সেই সকল যাত্রীরা।

45
কখন থেকে পরিষেবা স্বাভাবিক হয়?

 ঘন্টা দুয়েক চেষ্টার পর ফের চালু হয় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা। হাফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। এদিকে পুজোর কয়দিন রাতভর কলকাতা মেট্রো ঠিকঠাক পরিষেবা দিলেও লক্ষ্মীপুজোর পরদিনই মেট্রো বিভ্রাটে রীতিমত বিরক্ত হন যাত্রীরা। 

55
পরিষেবা স্বাভাবিক

তবে মেট্রোরেল সূত্রে খবর, মঙ্গলবার দুপুরের পর থেকেই ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা ফের স্বাভাবিক হয়ে যায়। স্বস্তিতে মেট্রোরেলের যাত্রীরা। 

Read more Photos on
click me!

Recommended Stories