
Kolkata Traffic Update: দক্ষিণেশ্বর থেকে কাশিপুর উদ্যান বাটি। বছর শুরুতে কল্পতরু উৎসবে ভিড় সামাল দিতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা কলকাতা পুলিশের। আগামী ১ জানুয়ারি ২০২৬, দক্ষিণেশ্বরের কল্পতরু উৎসব। এবং কাশিপুর উদ্যানবাটিতেও কল্পতরু উৎসব। শহরের উত্তর অংশে ব্যাপক ভিড়ের সম্ভাবনা। সেই কারণেই যাত্রী নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক নোটিফিকেশন জারি কলকাতা পুলিশের তরফে।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বি.টি রোড এবং কাশিপুর রোড ধরে উত্তরমুখী পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়াও শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে পণ্যবাহী গাড়ি চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর মধ্যে রয়েছে—
রবীন্দ্র সরণি, গ্রে স্ট্রিট, গ্যালিফ স্ট্রিট, বেলেঘাটা রোড, স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ, এম জি রোড সহ মোট ১৭টি গুরুত্বপূর্ণ ক্রসিং।
সকাল ৪ টে থেকে – রাত ১০ টা পর্যন্ত
•• উত্তরমুখী পণ্যবাহী গাড়ি নিষিদ্ধ
•• বি টি রোড – কোসিপুর রোড
জরুরি পরিষেবার গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।যেমন—
এলপিজি সিলিন্ডার
সিএনজি
পেট্রোলিয়াম ও তেল
অক্সিজেন
দুধ, ওষুধ
সবজি, ফল ও মাছ বহনকারী গাড়ি
এছাড়াও ১৬০০ কেজির কম ওজনের ছোট পণ্যবাহী গাড়ি—যেমন টাটা এস, মাহিন্দ্রা জেটো, সুজুকি সুপার ক্যারি—বিকেল ৪টার পর চলাচলের অনুমতি পাবে।
বিশেষ নির্দেশ:-
• পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে ট্রাফিক পুলিশ যেকোনো রাস্তায় যানবাহন ঘুরিয়ে দিতে পারবে।
* কাশিপুর রোডে খাগেন চ্যাটার্জি রোড থেকে গোপাল চ্যাটার্জি রোড পর্যন্ত
* ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।
শুধুমাত্র উদ্যানবাটি স্টিকারযুক্ত গাড়ি চলাচল করতে পারবে।
কল্পতরু উৎসবের দিনে সাধারণ মানুষকে আগেভাগেই যাত্রাপথ ঠিক করে নেওয়ার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।
যানজট এড়াতে এবং নিরাপদে উৎসব উপভোগ করতে সকলের সহযোগিতা কাম্য।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।