৩১ ডিসেম্বরের রাতে দুর্ঘটনা- অশান্তি এড়াতে কী কী পদক্ষেপ কলকাতা পুলিশের?

Published : Dec 30, 2025, 09:50 PM IST
Passenger trams will not run on Kolkata upcoming days heritage tram will run from Esplanade to Maidan  bsm

সংক্ষিপ্ত

অন্যান্য বছর বর্ষবরণের রাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এবারও সেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে। 

নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গ। শহর জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে প্রস্তুত পুলিশ। রাতের কলকাতায় যাতে যানজট না হয় তারজন্যও ব্যবস্থা করা হবে। 

কলকাতা পুলিশ যে পদক্ষেপগুলি করতে পারে সেগুলি হল-

ব্যপক পুলিশ মোতায়েন

গত বছর বর্ষবরণের রাতে কলকাতা পুলিশের প্রায় সাড়ে চার হাজার কর্মী মোতায়ে ছিল। যারমধ্যে ছিল সিনিয়র অফিসাররাও। এবার আরও বেশি বা সমপরিমাণে পুলিশ কর্মী নিয়োগ করার ব্যবস্থা করা হতে পারে।

পার্ক স্ট্রিট হটস্পট

পার্কস্ট্রিট, ধর্মতলা, অ্যালেনপার্ক ও অন্যান্য পার্টি জেনগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হতে পারে। ওয়াচটাওয়ার ও ড্রোন নজরদারির ব্যবস্থা করা হতে পারে। গতবছরও এজাতীয় ব্যবস্থা করেছিল কলকাতা পুলিশ। বড়়দিনেই নজরদারির ব্যবস্থা করা হয়েছিল।

ট্রাফিক নিয়ন্ত্রণ

মদ্যপ অবস্থায় বাইক চালানো ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাদা পোশাকের নজরদারি

কলকাতা পুলিশের সাদা পোশাকের কর্মীরাও নজরদারিতে থাকবেন।

জরুরি ব্যবস্থা

অ্য়াম্বুলেন্স, দমকল বাহিনী ও রেসকিউ টিমকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

নাগরিকদের প্রতি আবেদন

কোনও জরুরি পরিস্থিতিতে নাগরিকরা ১০০ ডায়াল করতে বা লালবাজার কন্ট্রোলরুমে যোগাযোগ করতে পারেন।

অন্যান্য বছর বর্ষবরণের রাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এবারও সেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে। ২৫ ডিসেম্বর শহরে অশান্তি রুখতে কড়া ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ। সেই পথেই ৩১ ডিসেম্বর রাতে হাঁটবে কলকাতা পুলিশ। তেমনই অনুমান শহরের বাসিন্দারা। কারণ ৩১ রাতে অনেকেই বাড়ির বাইরে থাকতে চান। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নতুন বছরে রাজ্যের শিক্ষকদের বেতন বাড়াচ্ছে নবান্ন? বিশেষ বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর
Metro: বর্ষবরণের রাতে বাড়তি মেট্রো চালবে, জানুন মেট্রোর সংখ্যা আর রুট