Weather News: ভিজতে পারে কলকাতা ও জেলাগুলি, জেনে নিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলির আবহাওয়ার খবর

তাপমাত্রার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাতাসে বাড়ছে আদ্রতা। সেই কারণে ফেব্রুয়ারির মধ্যেই ঘেমেনেয়ে একসা হচ্ছে অনেকেই। 

 

কলকাতাতেই পাল্লা দিয়ে তাপমাত্রার পারদ চড়ছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮। যা স্বাভাাবিকের তুলনায় বেশি। তাপমাত্রার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাতাসে বাড়ছে আদ্রতা। সেই কারণে ফেব্রুয়ারির মধ্যেই ঘেমেনেয়ে অকসা হচ্ছে অনেকেই। দিনের বেলা বাইরে যেতে হলে ছাতারও প্রয়োজন হচ্ছে।

তাপমাত্রার পারদ চড়ছের কলকাতা -সহ রাজ্যের সব জেলাতেই। তবে আগামী দুই দিনের মধ্যে রাজ্যের কয়েকটি জেলায় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত চড়ছে তপমাত্রার পারদ। এই অবস্থায় আগামী দুই দিনের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই তাপমাত্রার পারদ চড়ছে। আসানসোল, বাঁকুড়া তাপমাত্রার পারদ ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গেছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

Latest Videos

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা ছিল। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ বুধবার জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রেছে।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি