ক্রিসমাসে জ্যামে জমজমাট হবে কলকাতা! দ্রুত গন্তব্যে পৌঁছতে কোন রাস্তা এড়াবেন, জেনে নিন জলদি

Published : Dec 25, 2024, 11:08 AM IST
Kolkata Christmas

সংক্ষিপ্ত

ভিড় নিয়ন্ত্রণ করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে কলকাতা পুলিশ। বুধবার বড়দিনে চৌরঙ্গী রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট-সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

আজ সান্তা বুড়োর জন্মদিনে উৎসবের আমেজে গা ভাসিয়েছে শহর কলকাতা থেকে জেলা। পার্কস্ট্রিট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ক্যাথিড্রাল চার্চ সহ নানা জায়গায় উত্সবের হিল্লোল সকাল থেকেই। জাতি ধর্ম –বর্ণ নির্বিশেষে মানুষ পা রেখেছেন কলকাতার বুকে। ফলে অন্য দিনের তুলনায় রাস্তায় ভিড় বেশ বেশি।

তিলোত্তমা কলকাতা এখন বিশ্বজনীন শহর। এই বিশ্বজনীন শহরে বিশ্বের উত্সবপ্রেমীদের সমাগম বাড়ে বছরের শেষলগ্নে। বড়দিন থেকে পয়লা জানুয়ারি মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে কলকাতার একাধিক জায়গা। ভিড় নিয়ন্ত্রণ করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে কলকাতা পুলিশ। বুধবার বড়দিনে চৌরঙ্গী রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট-সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

ক্রাউড ম্যানেজমেন্টের কথায় মাথায় রেখে পুলিশ-প্রশাসন একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করছে। মঙ্গলবার থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে একাধিক রাস্তায়। পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। জওহরলাল নেহরু রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ রাখার কথা জানানো হয়েছে। হো চিন মিন সরণি থেকে শুধু মাত্র পূর্ব দিকে যাওয়ার গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। রাসেল স্ট্রিটে কোনও যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে। লিটল রাসেল স্ট্রিট থেকে শেক্সপিয়ার সরণি ক্রসিং বন্ধ করা হচ্ছে মূলতঃ বৃহত্তর স্বার্থে। ফ্রি স্কুল স্ট্রিট থেকে কিড স্ট্রিট পর্যন্ত পশ্চিমমুখী যানবাহনগুলির গতিপথ নিয়ন্ত্রণ করা হতে পারে বড়সড় যানজট দেখা দিলে।

শুধু রাস্তা বন্ধ রাখাই নয়। বেশ কয়েকটি গাড়ির গতিপথও পরিবর্তন করা হচ্ছে। মেয়ো রোড ও চৌরঙ্গী রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ কিদওয়াই স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। জওহরলাল নেহেরু রোডের দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে বা মেয়ো রোডে দিকে ঘোরানো হচ্ছে, ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার অন্যান্য রুটগুলির সঙ্গে। চৌরঙ্গী রোডে শেক্সপিয়ার সরণিগামী যানবাহন চলছে স্বাভাবিক ভাবেই। রফি আহমেদ কিদওয়াই রোড, ফ্রি স্কুল স্ট্রিট, মারকুইস স্ট্রিট দিয়ে যাতায়াতকারী সমস্ত অটো ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Today Live News: এই সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! কবে কবে? জেনে নিন সেই তারিখগুলি
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী