বড়দিনে কার্যত ঢল নামবে পার্ক স্ট্রিটের রাস্তায়।
বড়দিনে কার্যত ঢল নামবে পার্ক স্ট্রিটের রাস্তায়। আর সেই ভিড় সামলাতে আপাতত কোমর বেঁধে নামছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।
সেইজন্য, মঙ্গলবার থেকেই যান নিয়ন্ত্রণ করা হচ্ছে শহরের একাধিক রাস্তায়। আর বুধবার, বড়দিনের দিন চৌরঙ্গী রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ রাখা হবে। কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে উৎসবের দিন পার্ক স্ট্রিট সহ শহর কলকাতার বিশেষ দ্রষ্টব্য স্থানগুলিতে থাকছে পুলিশের বিশেষ কড়া নজরদারি।
ইতিমধ্যেই বড়দিনের উৎসবে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। মঙ্গলবার থেকে সেই ভিড় যেন আরও বেড়েছে। হাজার হাজার মানুষ হাজির রোজই হচ্ছেন সেখানে। ঠিক সন্ধ্যা থেকে জনজোয়ার যেন আছড়ে পড়তে শুরু করেছে। এমনিতেই মঙ্গলবার, ডিসি পদমর্যাদার দুজন আধিকারিক উপস্থিত থাকবেন পার্ক স্ট্রিটে। শুধু তাই নয়, বিকেল থেকে যান নিয়ন্ত্রণ করা হবে একাধিক রাস্তায়।
মঙ্গলবার বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর বুধবার ভোর ৪টে পর্যন্ত, যান নিয়ন্ত্রণ করা হবে। আবার বুধবার বিকেল ৪টে থেকে ২৬ ডিসেম্বর নির্দেশিকা না দেওয়া পর্যন্ত একই বিজ্ঞপ্তি জারি থাকবে বলে জানানো হয়েছে। এমনিতে কয়েকটি রাস্তা বন্ধ রাখা হবে। তবে বেশ কয়েকটি ক্ষেত্রে গতিপথ ঘোরানো হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দিন মেয়ো রোড এবং চৌরঙ্গী রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ কিডওয়াই স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হবে। তারপর ফ্রি স্কুল স্ট্রিট, রয়েড স্ট্রিট এবং শেষপর্যন্ত রফি আহমেদ কিডওয়াই রোডের দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে, শেষে নিয়ে আসা হবে পার্কস্ট্রিট। অপরদিকে জওহরলাল নেহেরু রোডের দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে হয় পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে অথবা মেয়ো রোডের দিক দিয়ে ঘোরানো হবে ডাফরিন রোড কিংবা খিদিরপুর রোডের দিকে যাওয়ার জন্য অন্যান্য রুটগুলির সঙ্গে।
তবে চৌরঙ্গী রোডে শেক্সপিয়ার সরণিগামী গাড়ি বা বাসগুলি চলতে থাকবে। তাছাড়া ফ্রি স্কুল স্ট্রিট, মারকুইস স্ট্রিট এবং রফি আহমেদ কিডওয়াই রোড বরাবর অটোগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে, হো চি মিন সরণি থেকে শর্ট স্ট্রিট পর্যন্ত ক্যামাক স্ট্রিটে দ্বিমুখী যান চলাচল করতে পারবে। এমনকি, প্রয়োজনে দক্ষিণগামী যানবাহনগুলিকেও ক্যাথেড্রাল রোড এক্সটেনশনের মাধ্যমে কুইন্সওয়ে দিয়ে যাতায়াত করতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।