দারুণ খবর! ফেব্রুয়ারি থেকে মিলবে বাড়তি টাকা, জেনে নিন কত করে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার

মমতা সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়তে চলেছে। ২০২৬ এর ভোটের আগে, ফেব্রুয়ারি থেকে, সাধারণ ও তপশিলি মহিলাদের ভাতা যথাক্রমে ১৫০০ এবং ২০০০ টাকা হতে পারে। যদিও সরকারি ঘোষণা এখনও বাকি, মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন ভাতা বৃদ্ধির।

Sayanita Chakraborty | N/A | Published : Jan 25, 2025 7:29 AM
111

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক সমাজসেবা মূলক প্রকল্প চালু করেছে। এই সকল প্রকল্প দ্বারা উপকৃত হচ্ছেন সমাজের সকল স্তরের মানুষ।

211

এই তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে তরুণের প্রকল্প, কন্যাশ্রীর মতো নানান প্রকল্প।

311

এই সকল প্রকল্পের দ্বারা মাসে ১০০০ থেকে ১৫০০ করে ভাতা পেয়ে থাকেন সাধারণ মানুষ।

411

মমতা সরকারের নানান প্রকল্পের মধ্যে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে চালু হয়েছে এই সকল প্রকল্প।

511

এই প্রকল্পে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপসিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। এবার বাড়বে এই ভাতা।

611

২০২৬ সালের ভোটের আগে ফেব্রুয়ারি থেকে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার। শোনা যাচ্ছে ৫০০ করে বাড়বে ভাতা।

711

ফেব্রুয়ারির আগে ১৫০০ টাকা পাবেন সাধারণ মহিলার ও ২০০০ টাকা পাবেন তপশিলি মহিলারা।

811

তবে, এখনও নিশ্চিত খবর মেলেনি। তবে, ভাতা বাড়ছে এটা নিশ্চিত। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সে কথা।

911

আপনার বয়স ২৫ থেকে ৬০-র মধ্যে হলে আপনি আবেদন করতে পারেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য।

1011

লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে থাকতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট। সঙ্গে সে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে।

1111

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে অ্যাকাউন্টে ঢুকবে তাতে KYC জমা দেওয়া হতে হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos