ফেব্রুয়ারিতেই ঘোষণা? লক্ষ্মীর ভান্ডার-DA-পে কমিশন, ভোটমুখী বাজেটে এবার কোন চমক দেবেন মমতা?

Published : Jan 15, 2026, 11:06 AM IST

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। ভোটের আগে এই বাজেটে নজর সবার। মমতা সরকারের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী সহ একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়াতে পারে সরকার?

PREV
19

আসন্ন ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। হিসেব বলছে, বিধানসভা নির্বাচনের আগে এটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান সরকারের (Government of West Bengal) শেষ অধিবেশন। খবর, এই অধিবেশনেই অন্তর্বর্তী বাজেট পেশ করতে পারেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে সে দিকেই তাকিয়ে রাজ্যবাসী।

29

শোনা যাচ্ছে এই অধিবেশনে বড়সড় ঘোষণা এলে বিভিন্ন প্রকল্প মারফত বর্তমান সময়ের থেকে বেশি অর্থ ঢুকবে আমজনতার পকেটে। বিশ্লেষক মহলের দাবি, সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন। ফলে জনগণকে খুশি করতে কিছু নতুন প্রকল্পও চালু করে দিতে পারে এ রাজ্যের সরকার।

39

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের মহার্ঘ ভাতা বা ডিএ-র পার্থক্য বিরাট। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারে ডিএ পাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। এদিকে সপ্তম পে কমিশনের আওতায় ৫৮% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

49

কোনো বাঁধাধরা নিয়ম না থাকলেও সাধারণত দশ বছর অন্তর অন্তর পে কমিশন গঠন করা হয়ে থাকে। গত বছর নভেম্বরে ষষ্ঠ পে কমিশনের ১০ বছর পূর্ণ হয়েছে। এ অবস্থায় দাঁড়িয়ে এ বছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে, এবং রাজ্য বাজেটে সেই ঘোষণা হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে।

59

ভোটকে পাখির চোখ করে বিশেষ নজর দেওয়া হতে পারে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও খাদ্যসাথী প্রকল্পের দিকে। এই সমস্ত প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মত প্রশাসনের একাংশের।

69

সেই সাথে পুরনো প্রকল্পগুলিতে কীভাবে সাধারণ মানুষের আরও কল্যাণ করা যায় সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে পারে, মমতা সরকার। সব মিলিয়ে, ভোটের আগে সমাজের স্বার্থে উন্নয়নমূলক কাজে আরও বেশি করে নজর দিয়ে নিজেদের রিপোর্ট কার্ড ভাল রাখতে চাইবে বর্তমান সরকার।

79

বেশ কিছু সূত্র দাবি করছে, আসন্ন ফেব্রুয়ারির অধিবেশনে সরকারি ও বেসরকারী প্রস্তাবের উপর আলোচনার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার সম্ভাবনা থাকছে। তৃণমূলের কয়েকটি সূত্র এও বলছে, এ বছর অধিবেশনে প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প এবং তার সাথে যুক্ত কিছু সংশোধনী আইনি স্বীকৃতি পেতে পারে। এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক এবং গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান এই ক্ষেত্রগুলিতে বিশেষ গুরুত্ব দিতে পারে রাজ্য সরকার।

89

বিধানসভার সচিবালয় সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই তৃণমূল সরকারের শেষ অধিবেশন। পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। সাধারণত রাজ্য সরকারের তরফে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করে থাকলেও তৃণমূলের একটি সূত্র বলছে, এ বার অন্তর্বর্তিকালীন বাজেট পেশ করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেমনটা হয়েছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে।

99

অন্তর্বর্তী বাজেট পেশ হলে মমতা সরকারের তরফে রাজ্যবাসীর জন্য নতুন পুরনো একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ঘোষণাও আসতে পারে বলেই ইঙ্গিত মিলেছে। ফলে রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় মহলে এ নিয়ে কৌতুহল সপ্তমে চড়েছে। রাজ্যবাসীর জন্য বড়সড় কিছু চমক থাকতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories