Nabanna Holiday: ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত লম্বা ছুটি! নবান্নের দারুণ খবর সরকারি কর্মীদের জন্য

Published : Jan 14, 2026, 11:29 AM IST

জানুয়ারির ছুটি ছাড়াও সামনে সরকারি কর্মীদের জন্য অপেক্ষা করছে আরেকটা লম্বা ছুটি। ফের একটা বড় ছুটি পেতে চলেছে রাজ্যের স্কুল পড়ুয়া ও সরকারি কর্মীরা। কবে কবে? দেখে নিন তারিখ।

PREV
16

প্রতি মাসেই নির্দিষ্ট কিছু ছুটির বাইরেও কিছু বাড়তি ছুটি দেওয়া হয়ে থাকে। অর্থাৎ শুধুমাত্র জাতীয় ছুটির দিনগুলোতেই নয়, প্রতিটি রাজ্যেই রাজ্য সরকারের কিছু নির্দিষ্ট ছুটি থাকে।

26

রাজ্য ভেদে ছুটির দিন ভিন্ন হতে পারে। কিছু ছুটির দিন শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যের জন্য প্রযোজ্য। সম্প্রতি ২০২৬ সালে সরকারি কর্মীদের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। দেখা গিয়েছে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে টানা ৫দিনের ছুটি আর শেষের দিকে টানা ৪দিনের ছুটি আছে।

36

রাজ্য ভেদে ছুটির দিন ভিন্ন হতে পারে। কিছু ছুটির দিন শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যের জন্য প্রযোজ্য। সম্প্রতি ২০২৬ সালে সরকারি কর্মীদের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। দেখা গিয়েছে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে টানা ৫দিনের ছুটি আর শেষের দিকে টানা ৪দিনের ছুটি আছে।

46

তবে ছুটির ঘোষণার এখানেই শেষ নয়। জানা যাচ্ছে সরকারি কর্মীরা ছুটি পাবেন ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত! এই ঘোষণায় যারপরনাই খুশি বাংলার স্কুল কলেজ পড়ুয়া ও সরকারি কর্মীর। কারণ শুধু সরকারি অফিস নয়, বন্ধ থাকতে চলেছে স্কুল কলেজও। তাই পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করা যেতেই পারে।

56

এবার জেনে নিন ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের কোন কোন তারিখে ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা। তাহলে আগে থেকেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলতে পারবেন তাঁরা।

66

ছুটির লিস্ট বলছে স্কুল ও সরকারি কর্মীদের ছুটি শুরু হচ্ছে ২৮শে ফেব্রুয়ারি শনিবার থেকে।

শনিবার ২৮শে ফেব্রুয়ারি

রবিবার ১লা মার্চ

সোমবার ২রা মার্চ অ্যাপ্লাই করুন ছুটির

মঙ্গলবার ৩রা মার্চ দোলযাত্রা

বুধবার ৪ঠা মার্চ হোলি

অর্থাৎ মাঝে সোমবার একটা ছুটি নিলেই টানা ৫দিনের বিরতি পেয়ে যাবেন সরকারি কর্মীরা ও স্কুল পড়ুয়ারা।

Read more Photos on
click me!

Recommended Stories