সদ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বসেছিল দুয়ারে সরকার ক্যাম্প। এই নিয়ে হল অষ্টম ক্যাম্প।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সরকারি প্রকল্প চালু করেছেন। চালু করেছেন বিভিন্ন ভাতা।
সমাজের পিছিয়ে পড়া মানুষদের প্রতি মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা করে ভাতা দিচ্ছে মমতা সরকার। পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে পাচ্ছে ভাতা।
এই সকল ভাতার মধ্যে আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্যভাতা, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প।
এই সকল প্রকল্পের জন্য আবেদন করা যায় দুয়ারে সরকার ক্যাম্পে।
মমতা সরকারের বিভিন্ন ভাতার মধ্যে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। তবে, আবেদন করার সময় একটি বিশেষ কাজ না করলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।
আবেদন পত্রে সঠিক ভাবে লিখতে হবে আধার নম্বর। তেমনই ২০২১ সালের হিসেবে আপনার বয়স কত ছিল তা লিখতে হবে।
এরই সঙ্গে সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। আর এই অ্যাকাউন্ট আপনার সিঙ্গের অ্যাকাউন্ট হতে হবে।
আবেদন পত্রের সঙ্গে রঙিন ছবি, আধার কার্ডের জেরক্স, ক্যানসেল চেকের জেরক্স বা পাস বইয়ের প্রথম পাতার জেরক্স না দিলে মিলবে না ভাতা।
আবেদনের পত্রে কয়টি নথির নাম উল্লেখ আছে। সেই সকল নথি জমা দিতে হবে।
Sayanita Chakraborty