কাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি এই জেলাগুলিতে? কনকনে ঠাণ্ডায় কাঁপবে বাংলা? জানুন আবহাওয়ার আপডেট

বিদায় বেলাতেও একের পর এক চমক দিয়েই যাচ্ছে শীত। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের (South Bengal Weather) দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর থেকে কি আবার ঠাণ্ডা পড়বে! বড় খবর রাজ্যবাসীর জন্য।

Parna Sengupta | Published : Feb 10, 2025 6:22 PM
114

ফেব্রুয়ারিতেও লেগেই রয়েছে, শীতের লুকোচুরি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এবছরের মত শীতের মরশুম প্রায় শেষের পথে।

214

আগামী ২৪ ঘন্টায় রাজ্যের (South Bengal Weather) দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

314

আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না রাজ্যে।

414

সোমবার দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কিছুটা নিচে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে উষ্ণতার পারদ চড়তে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সেই সাথে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার কামড়।

514

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।

614

তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।

714

তবে ঠান্ডার সাথেই এবার দোসর হতে চলেছে ঘন কুয়াশা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী ২৪ ঘন্টায়, দার্জিলিং এবং কালিম্পং-এর পার্বত্য এলাকার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকছে তুষারপাতের সম্ভাবনাও।

814

জানা যাচ্ছে, এই কনকনে ঠান্ডাতেই মিলতে পারে বরফের ছোঁয়া। হাওয়া অফিস বলছে তুষারপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে শৈল শহরে।

914

তাই ভরপুর গ্রীষ্মের মরশুম শুরুর আগেই শেষবারের মতো শীতের আমেজ টুকু চেটেপুটে উপভোগ করতে ব্যস্ত সে শীতপ্রেমীরা।

1014

জানা যাচ্ছে, চলতি সপ্তাহেও শীতের লুকোচুরি খেলা চলবে বেশ কিছুদিন। ফেব্রুয়ারির মাঝে মাঝে সময় থেকে একেবারে পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত।

1114

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রির ঘরে। সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার ছিল।

1214

তবে অন্যান্য দিনের তুলনায় সোমবার থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather) গরম আবার বাড়তে শুরু করেছে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

1314

মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, মালদা এবং বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে।

1414

যেদিন যে জেলায় ঘন কুয়াশা পড়বে, সেদিন সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার দাপটে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos