নতুন নিয়মে দেওয়া হবে ভাতা, ফেব্রুয়ারি থেকে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার, জেনে নিন কেন

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন নিয়ম চালু হয়েছে। এবার থেকে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই ভাতা পাবেন। সিঙ্গেল অ্যাকাউন্ট, আধার লিঙ্ক এবং KYC থাকা अनिवार्य।
Sayanita Chakraborty | Published : Jan 21, 2025 9:21 AM
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছে। সমাজসেবা মূলক প্রকল্প এনেছে সরকার।

210

লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতার মতো নানান প্রকল্প নিয়ে এসেছে মমতা সরকার।

310

এই সকল প্রকল্পে উপকৃত হন পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে।

410

মমতা সরকারের চালু করা নানান প্রকল্পের মধ্য়ে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মহিলারা পেয়ে থাকেন এই ভাতা।

510

এই প্রকল্পে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা। আর তপসিলি জাতির মহিলারা পেয়ে থাকেন ১২০০ টাকা।

610

এবার বদল হল এই ভাতার নিয়ম। এবার নতুন নিয়মে দেওয়া হবে ভাতা, ফেব্রুয়ারি ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার।

710

এবার থেকে ২৫ থেকে ৬০ বছরের মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। আবেদন করতে গেলে জমা দিতে হবে বয়সের প্রমাণ পত্র।

810

যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট আছে কেবল সেই সকল মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে।

910

আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকলে কিংবা KYC জমা দেওয়া না থাকলে আর মিলবে না ভাতা।

1010

লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে মানতে হবে এই সকল নিয়ম। তা না হলে ফেব্রুয়ারি থেকে ঢুবকে না ভাতা

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos