পাল্টে যাচ্ছ নিয়ম, 'বাংলার বাড়ি প্রকল্প' নিয়ে নয়া নির্দেশিকা, মিলবে না পরের কিস্তির টাকা?

বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা অনেকে পেয়েছেন। দুর্নীতি ঠেকাতে ফিল্ড ভেরিফিকেশন অ্যাপ চালু হয়েছে এবং আধিকারিকদের প্রকল্প পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। যোগ্য ব্যক্তিরাই যাতে টাকা পান সেদিকে নজর দেওয়া হচ্ছে।
Sayanita Chakraborty | Published : Jan 20, 2025 5:07 PM / Updated: Jan 20 2025, 05:17 PM IST
110

বাংলার বাড়ি প্রকল্প নিয়ে নয়া নির্দেশ জারি হল। এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন অনেকেই।

210

বাংলার বাড়ি প্রকল্প -এ যাতে সঠিক যোগ্য ব্যক্তিকা টাকা পান সে বিষয় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

310

বাংলার বাড়ি প্রকল্পের দুর্নীতি ঠেকাতে ইতিমধ্যে ফিল্ড ভেরিফিকেশন অ্যাপ চালু করা হয়েছে।

410

এর মাধ্যমে প্রকল্পের অগ্রগতির দিকে আরও ভালোভাবে নজর রাখা যাবে। আধিকারিকরা যাতে এই অ্যাপ ব্যবহার করে বিভিন্ন এলাকায় গিয়ে প্রকল্প পরিদর্শন করেন তার ওপরেও জোর দেওয়া হয়েছে।

510

বাংলা সহায়তা কেন্দ্রগুলোতে সরকারি পরিষেবা ঠিকঠাক চলছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

610

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বাংলার বাড়ি প্রকল্প সহ বিভিন্ন ইস্যু নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন।

710

মুখ্য সচিব মনোজ পন্থ সেই নির্দেশগুলো আরও একবার মনে করিয়ে দিলেন।

810

এদিকে ইতিমধ্যে ৫০টির বেশি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে বাংলা বাড়ি প্রকল্প নিয়ে।

910

সমাজের এক লোভী শ্রেণীর ধনি মানুষ সরকারের থেকে এই টাকা নিয়েছে।

1010

যাতে এবার যোগ্য ব্যক্তিরা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পায় সেদিকে দৃষ্টি দেওয়া হচ্ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos