বিরাট দুঃসংবাদ! বাতিল হল একাধিক অ্যাকাউন্ট, নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে মানতে হবে জরুরি শর্ত

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলা ভাতা পাচ্ছেন। তবে, পুরনো বেশ কিছু অ্যাকাউন্ট বাতিল হয়ে যাচ্ছে। জানুয়ারি থেকে ভাতা পেতে হলে আধার লিঙ্ক, KYC, বয়সের প্রমাণপত্র জমা দেওয়া সহ বেশ কিছু শর্ত মানা আবশ্যক।
Sayanita Chakraborty | Published : Dec 16, 2024 2:01 PM IST
110

মমতা সরকারের রয়েছে নানান প্রকল্প। রাজ্য বাসীদের সুবিধার্থে একধিক ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার।

210

বার্ধক্য ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রীর মতো একাধিক প্রকল্প আছে। তেমনই আছে লক্ষ্মীর ভাণ্ডার।

310

প্রতি মাসে সাধারণ মহিলারা ১০০০ এবং তপসিলি মহিলারা ১২০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন।

410

ডিসেম্বর মাস থেকে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলারা ভাতার টাকা পাচ্ছেন। তবে, পুরনো বেশ কিছু অ্যাকাউন্ট বাতিল হয়ে যাচ্ছে।

510

জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে চাইলে কয়টি শর্ত মানতে হবে। বিশেষ করে যাদের পুরনো অ্যাকাউন্ট তারা এই শর্ত না মানলে বিপদে পড়তে পারেন।

610

সবার আগে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক করে নিন। এই লিঙ্ক না থাকলে বাতিল হতে পারে আপনার অ্যাকাউন্ট।

710

ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দেবেন না। এতে বাতিল হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট।

810

আপনার অ্যাকাউন্টের KYC জমা দিন। KYC করা না থাকলে বন্ধ হয়ে যেতে পারে আপনার ভাতা।

910

তেমনই আপনার বয়স ২৫ বছরের বেশি হতে হবে। বয়সের প্রমাণপত্র অবশ্যই জমা দিন। তা না হলে বাতিল হতে পারে অ্যাকাউন্ট।

1010

যে অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকছে তা সিঙ্গেল অ্যাকাউন্ট কি না জেনে নিন। তা না হলে বাতিল হতে পারে ভাতা।

Share this Photo Gallery
click me!

Latest Videos