দুই কিস্তিতে টাকা দেবে মমতা সরকার, বড়দিনের আগেই শুরু হচ্ছে টাকা বিতরণ পদ্ধতি, টাকা পাবেন কারা?

মমতা সরকার বাংলার বাড়ি প্রকল্পের আওয়ায় ১.২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে। প্রথম কিস্তির ৬০,০০০ টাকা বিতরণ শুরু হয়েছে ১৫ ডিসেম্বর থেকে। এই প্রকল্পের মাধ্যমে ১১ লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন।
Sayanita Chakraborty | Published : Dec 16, 2024 5:08 PM
112

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক উন্নয়ন মূলক কাজ করে চলেছে। রাজ্যবাসীর সুবিধার্থে নয়া প্রকল্প আনছে।

212

প্রতি মাসে একের পর এক ভাতা দিচ্ছে কর্মীদের। বৃদ্ধ থেকে ছাত্র-ছাত্রী সকলের কথা চিন্তা করে ভাতা দিচ্ছেন।

312

এবার এই সকল ভাতার সঙ্গে বিশেষ প্রকল্পেরও টাকা দিচ্ছে মমতা সরকার। ঢুকল সেই প্রকল্পের প্রথম কিস্তির টাকা।

412

বড় দিনের আগেই ১৫ ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু করল মমতা সরকার। প্রথম কিস্তিতে ঢুকল ৬০,০০০ টাকা।

512

শুরু হল বাংলার বাড়ি প্রকল্পের টাকা বিতরণ। প্রথম কিস্তিতে দেওয়া হল ৬০,০০০ টাকা। দুটি কিস্তিতে দেওয়া হবে টাকা।

612

রাজ্যবাসীকে বাড়ি বানাতে ১.২ লক্ষ টাকা করে দিচ্ছে মমতা সরকার। টাকা দেওয়া হবে ১১ লক্ষ মানুষকে।

712

সমাজে পিছিয়ে পড়া পরিবারের মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করতে এবার এগিয়ে এল মমতা সরকার।

812

এবার মমতা সরকার ১.২ লক্ষ টাকা করে দিচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে। ১৫ তারিখের মধ্যে সমস্ত আবেদনকারীদের সমস্ত তথ্য যাচাইয়ের পদ্ধতি শেষ হওয়ার কথা।

912

এই কাজ শেষ হলেই দেওয়া শুরু হবে টাকা। তবে, বড়দিনের আগে টাকা দেবে মমতা সরকার।

1012

গত মাসে মুখ্যমন্ত্রী জানান, বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় মোট ১১.৩৬ লক্ষ জমের সঙ্গে আরও ১ লক্ষ মানুষের নাম যুক্ত করা হয়েছে।

1112

তাঁর কথায় অনেক মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন। ১২ লক্ষেরও বেশি বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা বিতরণ করার জন্য রাজ্য তহবিল ব্যবহার করা হবে।

1212

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১৫ ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos