বছর শেষে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় চমক! বাড়ছে টাকা, কত টাকা ভাতা মিলবে রাজ্যের মহিলাদের?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসিক ভাতা পেয়ে থাকেন। গুঞ্জন রয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এদিকে ডিসেম্বর থেকে আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের আওতায় আসছেন।
Sayanita Chakraborty | Published : Dec 1, 2024 10:24 AM IST
115

রাজ্য সরকারের রয়েছে একগুচ্ছ প্রকল্প। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে তরুণের স্বপ্ন।

215

এই সকল প্রকল্পে দ্বারা প্রতি মাসে নির্দিষ্ট টাকা পেয়ে থাকেন সাধারণ মানুষেরা। বিভিন্ন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ ভিন্ন।

315

মমতা সরকারের এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্প রাজ্যের মহিলাদের জন্য।

415

২৫ থেকে ৬০ বছর মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা। প্রতি মাসে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট অর্থ পান।

515

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১০০০ টাকা পান রাজ্যের মহিলারা। তেমনই ১২০০ টাকা পান তপসিলি জাতি ও উপজাতির মহিলারা।

615

এবার বাড়তে পারে এই টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি নিয়ে গুঞ্জন সর্বত্র।

715

শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে হতে পারে ২০০০। তাহলে বছরে ২৪ হাজার টাকা করে পাবেন রাজ্যে মহিলারা।

815

২০২৬ সালে বিধানসভা ভোট। তার আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি পেতে পারে বলে খবর সর্বত্র।

915

শোনা যাচ্ছে, ২০০০ টাকা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। বিধানসভা ভোটের আগে এই উদ্যোগ নিতে চলেছেন মমতা সরকার।

1015

তবে, এখনও লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি নিয়ে নিশ্চিত কোনও খবর মেলেনি। সবই রয়েছে আলোচনা স্তরে।

1115

এদিকে এই ডিসেম্বর মাস থেকে আরও বেশি সংখ্যাক মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। আরও মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনতে চলেছে সরকার।

1215

আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলার ডিসেম্বর থেকে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। আপাতত মাসে ১০০০ টাকা করে পেয়ে থাকেন সকলে।

1315

২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার। এর জন্য ১৩,৫২৩.৮৮ কোটি টাকা খরচ হচ্ছে সরকারের।

1415

সদ্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শশী পাঁজা বিশেষ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, ৫ লক্ষ ৭ হাজার মহিলার ডিসেম্বর থেকে পাবেন এই ভাতা।

1515

এবার শোনা যাচ্ছে, বাড়বে এই টাকা। ২০২৬ সালের ভোটের আগে বাড়তে পারে এই টাকা বলে শোনা যাচ্ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos