মাসের শেষে বিরাট খবর, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা করলে শশী পাঁজা, দেখে নিন কারা পাবেন ভাতার টাকা
ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫ লক্ষ ৭ হাজার ২ জন নতুন মহিলা যুক্ত হচ্ছেন। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় মাসিক ১০০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতিরা ১২০০ টাকা পাবেন।
মাসের শেষে বিরাট খবর এল লক্ষ্মীক ভাণ্ডার নিয়ে। ডিসেম্বর থেকে চালু হচ্ছে নয়া নিয়ম।
মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম তালিকাভুক্ত করা শুরু হয়েছে। ডিসেম্বর থেকে টাকা পাবেন রাজ্যের মহিলারা।
৫ লক্ষ ৭ হাজার ২ জন মহিলার নাম নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে এই প্রকল্প। ডিসেম্বর মাস থেকে তাঁরা টাকা পাবেন।
২৫ থেকে ৬০ বছরের মহিলারা এই প্রকল্পে সুবিধা পান বলে মনে করিয়ে দিয়েছে শশী পাঁজা। তিনি জানান, যে সব মহিলার বয়স ৬০ বছর পেরিয়ে যাবে তাঁরা বার্ধক্য ভাতা পাবেন।
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রাজ্যে ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়েছেন।
এই প্রকল্প চালাতে রাজ্য সরকার বরাদ্দ করেছে ১৩,৫২৩.৮৮ হাজার কোটি টাকা।
রাজ্য সরকারের আছে একাধিক প্রকল্প। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে তরুণের প্রকল্প।
এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মহিলার পেয়ে থাকেন এই প্রকল্পের সুবিধা।
২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন। মাসে ১০০০ টাকা ঢোকে সকলের ব্যাঙ্কে।
তপসিলি জাতি উপজাতিরা পেয়ে থাকেন ১২০০ টাকা। এই ডিসেম্বর মাস থেকে আরও বেশি সংখ্যক মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধা।