জমা দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম, কবে মিলবে ভাতা? প্রকাশ্যে এল দিনক্ষণ

Published : Feb 20, 2025, 08:24 AM IST

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। জানতে পারবেন কিভাবে আবেদনের স্থিতি পরীক্ষা করবেন এবং কবে থেকে ভাতা পেতে শুরু করবেন।

PREV
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। এই সকল ভাতা রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের জন্য।

210

এই সকল ভাতার তালিকায় আছে কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে লক্ষ্মীর ভাণ্ডার আরও কত কী।

310

এই সকল ভাতার মধ্যে সব থেকে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। রাজ্যের ২৫ থেকে ৬০ বছপ বয়সী মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার।

410

প্রতি মাসে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি জাতির মহিলারা মাসে পান ১২০০ টাকা করে।

510

সদ্য দুয়ারে সরকারে অনেকেই আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতার জন্য। এখন প্রশ্ন হল কবে থেকে মিলবে ভাতা।

610

আপনি ঘরে বসেই জানতে পারবেন আপনি লক্ষ্মীর ভাণ্ডার ভাতার জন্য যে আবেদন করেছেন তা গ্রহণযোগ্য হয়েছে কিনা।

710

লক্ষ্মীর ভাণ্ডার ভাতার আবেদন গ্রহণযোগ্য হলে সবার আগে আপনার ফোনে একটা মেসেজ আসবে। তাছাড়া আপনি ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন।

810

আপনি http://socialsecurity.wb.gov.in/  ওয়েব সাইটে যান। সেখানে Track applicant status অপশন পাবেন। তাতে ক্লিক করুন।

910

এই অপশনে ক্লিক করে আপনার Application id, mobile number, swasthyasathi card number, adhaar number সেখানে দিন।

1010

সাবমিট করলেই জানতে পারবেন আপনি কবে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

click me!

Recommended Stories