মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। এই সকল ভাতা রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের জন্য।
এই সকল ভাতার তালিকায় আছে কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে লক্ষ্মীর ভাণ্ডার আরও কত কী।
এই সকল ভাতার মধ্যে সব থেকে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। রাজ্যের ২৫ থেকে ৬০ বছপ বয়সী মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার।
প্রতি মাসে সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি জাতির মহিলারা মাসে পান ১২০০ টাকা করে।
সদ্য দুয়ারে সরকারে অনেকেই আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতার জন্য। এখন প্রশ্ন হল কবে থেকে মিলবে ভাতা।
আপনি ঘরে বসেই জানতে পারবেন আপনি লক্ষ্মীর ভাণ্ডার ভাতার জন্য যে আবেদন করেছেন তা গ্রহণযোগ্য হয়েছে কিনা।
লক্ষ্মীর ভাণ্ডার ভাতার আবেদন গ্রহণযোগ্য হলে সবার আগে আপনার ফোনে একটা মেসেজ আসবে। তাছাড়া আপনি ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন।
আপনি http://socialsecurity.wb.gov.in/ ওয়েব সাইটে যান। সেখানে Track applicant status অপশন পাবেন। তাতে ক্লিক করুন।
এই অপশনে ক্লিক করে আপনার Application id, mobile number, swasthyasathi card number, adhaar number সেখানে দিন।
সাবমিট করলেই জানতে পারবেন আপনি কবে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।
Sayanita Chakraborty