বাংলাদেশকে করিডোর করে পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশ ভারতে! প্রথম থেকেই সতর্ক লালবাজার

পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে সতর্ক হওয়ার জন্য লালবাজারের পক্ষ থেকে ইতিমধ্যেই থাকাগুলিকে সতর্ক করা হয়েছে।

 

অশান্ত বাংলাদেশ। এই অবস্থায় বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে কলকাতায় ঢুকতে পারে পাকিস্তানের জঙ্গিরা। আবার নতুন করে চাঙ্গা হয়ে যেতে পারে জিহাদি মডিউল। তেমনই আশঙ্কা করছে ভারতের গোয়েন্দারা। আর সেই কারণে প্রথম থেকেই সতর্ক হয়েছে লালবাদার। পাসপোর্ট ভেরিফিকেশনে কড়াকড়ি শুরু করেছে লালবাদার।

পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে সতর্ক হওয়ার জন্য লালবাজারের পক্ষ থেকে ইতিমধ্যেই থাকাগুলিকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে পাসপোর্ট আবেদনকারীর বাড়ি গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড-সহ প্রয়োজনীয় নথি পরীক্ষা করতে হবে। বাড়ির ঠিকানাও খতিয়ে দেখতে হবে। আবেদনকারী পাসপোর্টের জন্য যে ঠিকানা দিয়েছেন সেখানেই সংশ্লিষ্ট ব্যক্তি থাকেন কিনা তাও খতিয়ে দেখতে হবে। আর যদি আবেদনকারী সেই ঠিকানায় থাকেন তাহলে প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখতে হবে।

Latest Videos

গোয়েন্দা সূত্র্র খবর,ভুল বা ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করা হয়েছে। এমন নজির তাদের হাতে রয়েছে। কিছুদিন আগেই পার্কস্ট্রিট থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছিল দিল্লি থেকে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে তা ব্যবহার করে রাজস্থানের ঠিকানায় পাসপোর্ট তৈরি করেছিল। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই সতর্ক হয়েছে লালবাজার।

বাংলাদেশের পরিস্থিতি বদলের পর থেকেই সক্রিয় পাকিস্তান। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইও রীতিমত তৎপর বাংলাদেশ ইস্যুতে। এই পরিস্থিতিতেই ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহার করতে পারে পাকিস্তানি জঙ্গি সংগঠন। এই চেষ্টা ইতিমধ্যেই শুরু হয়েছে। আর সেই কারণে বাংলাদেশের পথেই পাকিস্তানের জঙ্গিরা পশ্চিমবঙ্গে, ত্রিপুরা, অসম সীমান্ত ব্যবহার করে ভারতে ঢুতে পারে। এই দেশএর স্লিপার সেলগুলিকে পাক জঙ্গিরা সক্রিয় করতে চাইছে বলেও ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর। সেই কারণেই ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট বানাতে অনেকেই চাইছে। আর জঙ্গিদের সেই প্রচেষ্টা বানচাল করতে প্রথম থেকেই কঠোর লালবাজার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News