DA News: ২০২৫-এ বেতন বাড়লে কমবে ছুটি, চিন্তায় রাজ্য সরকারি কর্মীরা, প্রকাশ্যে বড় আপডেট
২০২৫ সালে রাজ্য সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধির পাশাপাশি ছুটি কমতে পারে। বেতন কমিশনে আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও, ছুটির ক্যালেন্ডারে ছুটি কম থাকার খবর রয়েছে।
বেশ কিছুদিন ধরে খবরে রাজ্য সরকারি কর্মীরা। মমতা সরকারের নেওয়া সিদ্ধান্ত বারে বারে খবরে এনেছে তাঁদের। ২০২৫ সালে রাজ্য সরকারি কর্মীদের জন্য দুটি খবর অপেক্ষা করছে।
210
এই দুটি খবরের একটি ভালো ও অপরটি মন্দ বলা চলে। শোনা যাচ্ছে, ২০২৫ সালে রাজ্য সরকারি কর্মীদের যেমন ভাতা বৃদ্ধি হবে তেমনই কমতে পারে ছুটি।
310
২০২৪ সাল থেকে রাজ্য সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি শুরু হয়েছে। প্রথমে ৪ শতাংশ বৃদ্ধি করা হয় পরে এপ্রিলে বাড়ে আরও ৪ শতাংশ। শোনা যাচ্ছে, ২০২৫ সালে ১৪ শতাংশ বাড়বে ভাতা।
410
অন্যদিকে কমতে পারে ছুটি। সরকারি ক্যালেন্ডার অনুসারে, পুজোর সময় শনি ও রবিবার পড়ায় ছুটির সংখ্যা ১৬ থেকে কমে ১৩ দিন হতে পারে।
510
২০২৫ সালে চতুর্থী পড়েছে ২৬ সেপ্টেম্বর শুক্রবার। লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর সোমবার। এই সময় শনি ও রবি মিলিয়ে ছুটির সংখ্যাও কমতে পারে।
610
২০২৫ সালে পুজোয় কেবল ১৩ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। এমনই খবর সর্বত্র।
710
২০২৫ সালের জানুয়ারিতে রাজ্য সরকারের পঞ্চম বেতন কমিশনে আয় বাড়বে রাজ্য সরকারি কর্মীদের। এই নিয়ে খুশির হাওয়া সর্বত্র।
810
তেমনই ২০২২ সালের নভেম্বরর একটি মামলা এখনও চলছে। যার শুনানি ২০২৫ সালেই। সেই মামলায় জয় হবে দ্বিগুণ বাড়বে বেতন।
910
এদিকে সারা বছর মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের খুশি রাখতে বিভিন্ন অনুষ্ঠানে ছুটি দিয়ে থাকেন। কিন্তু, এবার কোপ পড়বে সেই ছুটিতে।
1010
সূত্রের খবর, ২০২৫ সালের ছুটির ক্যালেন্ডারে পুজোর ছুটি কম পাবেন রাজ্য সরকারি কর্মীরা।