Anik Dutta: '৪ তারিখ দেখে নেব, আপনার বাড়ি যাব,' তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হুমকির অভিযোগ পরিচালক অনীক দত্তর

Published : Jun 02, 2024, 06:37 PM ISTUpdated : Jun 02, 2024, 06:50 PM IST
Anik Dutta

সংক্ষিপ্ত

প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করায় রাজ্যের শাসক দলের নেতা-কর্মীদের রোষের মুখে পড়েছেন চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত।

দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাটে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে গিয়ে খুনের হুমকি পেলেন পরিচালক অনীক দত্ত। তাঁর অভিযোগ, ‘আমার বাড়ি থেকে হিন্দুস্তান রোড দিয়ে বেরোতে হয়। বাঁ দিকে গিয়ে একটি স্কুলে আমার বুথ। আমি গিয়ে দেখি একটা পার্টির দুটো ক্যাম্প। এরকম হওয়ার কথা নয়। এক ভদ্রলোক উদ্যোগ নিচ্ছিলেন বলে আমি ওঁকে ডেকে জিজ্ঞাসা করলাম, দাদা, এরকম কি হওয়ার কথা? উনি বললেন, এরকম হওয়ার কথা নয়। এরপর উনি ওদের উঠে যেতে বললেন। ১০ ফুটের মধ্যে দুটো বুথ ছিল। একটা ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মালা রায়ের ছবি ছিল। আমি বললাম, এটা কি থাকার কথা? উনি বললেন, না, থাকার কথা নয়। এরপর উনি ফ্লেক্সও খুলতে বললেন। অনিচ্ছাভরে ওরা ফ্লেক্স খুলে ঘুরিয়ে রাখল। ওদের ক্যাম্প খুলে সব জিনিসপত্র সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়।’ পরিচালক আরও অভিযোগ করেছেন, এরপরেই শুরু হয় গোলমাল।

পরিচালককে দেখে নেওয়ার হুমকি

পরিচালক আরও অভিযোগ করেছেন, 'ভোট দিয়ে আমি যখন ফিরে আসছি, তখন দেখলাম বস্তি থেকে ঝাঁকে ঝাঁকে ছেলে, মহিলা খেলা হবে, খেলা হবে বলতে বলতে বেরিয়ে আসছেন। আমার সামনে এসে দাঁড়াতে বললেন। আমি বললাম, তোমার জন্য কেন দাঁড়াব? যা বলার হাঁটতে হাঁটতে বলো। ওরা বলে, আপনি ওদের ধমকেছেন। আমি বলি, কাউকে ধমকাইনি। ওরা বলে যাচ্ছিল, আমি নাকি বলেছি, দিদি চোর। আমি এ কথা বলিনি। তারপর ওরা বলল, ৪ তারিখে আপনাকে দেখে নেব। আপনার বাড়ি যাব। ওরা হাল্কা থ্রেট দিয়েছিল।'

শাসক দলের রোষে পরিচালক

'ভবিষ্যতের ভূত' ছবি পরিচালনা করে রাজ্যের শাসক দলের রোষের মুখে অনীক। তাঁর ছবি নিষিদ্ধ করা হয়েছিল। সেই ঘটনার রেশ ধরেই এবার হুমকি বলে মত রাজনৈতিক মহলের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'বাকিটা ঈশ্বর দেখছেন' ভোট দিয়ে এসে কাকে 'খোঁচা' দিলেন নুসরত জাহান? পোস্ট দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের

Lok Sabha Exit Poll: রাজ্যের কোন লোকসভায় জিততে পারে কোন দল? গণনার আগেই জেনে নিন ফাটাফাটি সমীক্ষা

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?