'বেছে বেছে হিন্দু ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূল'! ভোটের মধ্যেই ঘাসফুলের নয়া প্ল্যানের কথা ফাঁস করল বিজেপি

Published : Jun 01, 2024, 05:52 PM IST
Festival of democracy, 78 per cent voter cast their votes in fifth phase of election

সংক্ষিপ্ত

অনির্বাণের কথায়, ‘এবার একটু নতুন প্যাটার্ন চোখে পড়ছে। হিন্দুরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে তাঁদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তাঁরা যাতে ভোট দিতে না বেরোতে পারেন, সেই চেষ্টাটাই করা হচ্ছে‘।

শনিবার সকাল থেকে যাদবপুর সহ বাংলার ৯টি আসনে ভোটগ্রহণ চলে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগণার ভাঙর থেকে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। এবার এই নিয়েই বোমা ফাটালেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। তাঁর দাবি, নানান জায়গায় ভোটারদের ভয় দেখানো হচ্ছে। বিশেষ করে হিন্দু ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে দাবি করেন পদ্ম প্রার্থী।

হাইভোল্টেজ কেন্দ্র যাদবপুর। একদা ‘বাম গড়’ হিসেবে পরিচিত এই আসনে গত কয়েক বছরে জোড়াফুলের দাপট দেখা গিয়েছে। চব্বিশের লোকসভা ভোটে আবার ত্রিমুখী লড়াই হবে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল। তৃণমূলের সায়নী ঘোষ, বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সিপিএমের সৃজন ভট্টাচার্যের মধ্যে জোর টক্কর হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভাঙরের পাশাপাশি বারুইপুর পূর্ব থেকেও অশান্তির খবর আসছে বলে দাবি করেন অনির্বাণ। তবে এই দুই জায়গা বাদে যাদবপুরের বাকি সকল জায়গায় ভালোভাবেই নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেন BJP প্রার্থী। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতেও সন্তুষ্ট বলে জানান তিনি। এই BJP নেতা বলেন, শুক্রবার রাতে চম্পাহাটি এবং আরও বেশ কিছু জায়গায় বাড়ি বাড়ি গিয়ে তাঁর লোকজন হুমকি দিয়েছে। একজন বিধায়ক প্রকাশ্যে হুমকি দেওয়া সত্ত্বেও কোনও প্রকার পদক্ষেপ নেওয়া হল না, এগুলো নির্বাচন কমিশনের দেখা উচিত বলে দাবি করেন তিনি।

অনির্বাণের কথায়, ‘এবার একটু নতুন প্যাটার্ন চোখে পড়ছে। হিন্দুরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেখানে তাঁদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তাঁরা যাতে ভোট দিতে না বেরোতে পারেন, সেই চেষ্টাটাই করা হচ্ছে‘। BJP প্রার্থীর সংযোজন, ‘পশ্চিমবঙ্গে ভোটের একটা নেতিবাচক মডেল তৈরি হয়েছে। পেশি শক্তি, হুমকি দিয়ে সন্ত্রাস চালানো হচ্ছে। সম্প্রদায় চিহ্নিত করে এই সন্ত্রাস চালানো হচ্ছে’।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি
'রাজ্যের কোনও যুক্তি শুনবে না আদালত..' এই মামলায় হাইকোর্টে জোর ধাক্কা খেল মমতা সরকার