Maa Flyover: তিন থেকে চার রাত বন্ধ থাকবে মা ফ্লাইওভার, জানুন কোন কোন সময় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে

Published : Aug 04, 2023, 11:56 AM IST
Maa flyover

সংক্ষিপ্ত

বৃষ্টির কারণে গর্ত তৈরি হয়েছে মা ফ্লাইওভারের উপর। প্রাথমিক পর্যায় উড়ালপুলের গর্ত বোজানো হবে বলেই জানা যাচ্ছে।

মা ফ্লাইওভারে শুরু হতে চলেছে সংস্কারের কাজ। যার জেরে বেশ কিছু রাত বন্ধ থাকবে শহরের এই অন্যতম ব্যস্ত ফ্লাইওভার। গত কয়েকদিন ধরেই শহরের সমস্ত উড়ালপুলের সুস্বাসস্থ্য নিশ্চিত করতে তৎপর প্রশাসন। কিছুদিন আগেই চিংড়িহাটা ফ্লাইওভারের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বিশেষজ্ঞ কমিটি। তবে তারপর এই উড়ালপুল নিয়ে আর বিশেষ কোনও তথ্য দেওয়া হয়নি KMDA-র তরফে। অন্যদিকে ইতিমধ্যেই শুরু হতে চলেছে মা ফ্লাইওভারের সংস্কারের কাজ। জানা যাচ্ছে বৃষ্টির কারণে গর্ত তৈরি হয়েছে মা ফ্লাইওভারের উপর। প্রাথমিক পর্যায় উড়ালপুলের গর্ত বোজানো হবে বলেই জানা যাচ্ছে।

আগামী মঙ্গলবার থেকেই রাতে বন্ধ থাকবে মা উড়ালপুল। তিন থেকে চার রাতে সংস্কার কাজ চলানো হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর সংস্কারের কাজ চলাকালীন রাত সাড়ে ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত উড়ালপুলের উপর যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সূত্রের খবর বৃহস্পতিবার রাতে গর্ত বোজানোর কাজ চলবে রুবিমুখী অংশ এবং সায়েন্স সিটিতে ফ্লাইওভার শুরু অংশে। ব্রিজের উপর গর্তের কারণে বিস্তর সমস্যার মুখে পড়তে হচ্ছিল যাত্রীদের। এর ফলেই উড়ালপুলটি সংস্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। ইতিমধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশের অনুমতি পেয়েছে KMDA।

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর