
Mamata Banerjee Outsider Remark Row: মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে (Bhowanipore) বিজয়া সম্মিলনীতে 'বহিরাগত' বলতে ঠিক কাদের বুঝিয়েছিলেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আক্রমণের পাল্টা এবার নিজের মন্তব্যের সাফাই দিলেন তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘আমার কথা অন্য ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমি বহিরাগত বলতে এখানে যাঁরা বাস করেন, তাঁদের কথা বলিনি। বহিরাগত বলতে আমি একটা রাজনৈতিক দলকে বলেছি, যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে নাম তোলে। আমাদের এখানকার ভোটারেরা যাতে ভোট দিতে না-পারেন, সেই জন্য এমন করে তারা।’ নাম না করে বিজেপি-র কথাই বলেছেন মমতা। তাঁর এই মন্তব্যের পর নতুন করে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
মঙ্গলবার ধনধান্য স্টেডিয়ামে বিজয়া সম্মিলনী আয়োজন করেছিল শাসক দল। মমতা সেই সময় উত্তরবঙ্গে থাকায় এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে উত্তরবঙ্গ থেকেই দলীয় নেতা ফিরহাদ হাকিমের মোবাইল ফোনের মাধ্যমে বার্তা দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সেই সময়ই তিনি বলেন, 'ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে।' এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন শুভেন্দু। এই আক্রমণের মুখে এবার মমতা দাবি করলেন, 'আমি আমার কাউন্সিলরদের বকছিলাম। সেই অধিকার আমার আছে। আমি তাঁদের বলছিলাম, তোমরা কেন বস্তিগুলি তুলে বাংলার বাড়ি করছো না? বস্তিগুলিতে গরিব মানুষদের থাকাটা অপরাধ নয়। কিন্তু কেউ ওই জমি কিনে নিল আর গরিব মানুষদের তাড়িয়ে দিল, এটা ঠিক নয়। গরিব মানুষদের যেন কেউ জোর করে কেউ সরিয়ে দিতে না পারে, কাউন্সিলরদের এটা দেখা উচিত।'
ভবানীপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে মমতা বলেছেন, 'এখানে যাঁরা বাস করেন তাঁদের আমি ভালবাসি, সম্মান করি। ওদের অনুষ্ঠানে আমি যাই। ইলেকশনের নাম করে কিছু বহিরাগত চলে আসেন। এখানে হোটেল, গেস্ট হাউস ভাড়া করে থাকেন। আর যাঁদের টাকা আছে, তাঁরা ফ্ল্যাট কিনে নেন। ওঁরা সেখানকার বাসিন্দা নন।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।