পুজো পর্যন্ত কলকাতার CP বিনীত গোয়েল! কেন সরানো হচ্ছে না জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

Published : Sep 09, 2024, 09:52 PM ISTUpdated : Sep 09, 2024, 10:23 PM IST

বিনীত গোয়েল ইস্যুতে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সরব হয়েছে প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা।

PREV
110
বিনীত গোয়েল ইস্যুতে মমতা

এতদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েল ইস্যুতে মুখ খুললেন মমতা। তিনি আরও কিছুদিন ধৈর্যধরতে আহ্বান জানিয়েছেন।

210
বিনীত গোয়েল

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আরজি কর কাণ্ডে তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়েছে প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা। লালবাজার অভিযানে গিয়ে তাঁর পদত্যাগের স্মারণও তাঁরই হাতে দিয়ে এসেছেন।

310
মমতার দাবি

সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকেই বিনীত গোয়েল প্রসঙ্গ উঠতেই মমতা বলেন কিছুদিন অপেক্ষা করতে।

410
বিনীত গোয়েলের কথা

মুখ্যমন্ত্রী বলেন, কলকাতার নগরপাল বিনীত গোয়েল গত সপ্তাহেই বেশ কয়েকবার তাঁর কাছে এসেছেন। পদত্যাগের প্রস্তাবও দিয়েছেন।

510
পুজো পর্যন্ত অপেক্ষা!

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের পুজো আসছে। আইনশৃঙ্খলা সম্পর্কে সচেতন কাউকে দায়িত্বে থাকতে হবে।'

610
পুজো পর্যন্ত দায়িত্ব!

মমতা আরও বলেন, আরও কিছুদিন ধৈর্য ধরলে কী হবে? আপনারা ঠিক করবেন, সাইবাকে বদলাতে হবে? আপনি ১০টা দাবি দিতে পারেন। আমি ৫টা করতে পারি ৫টা নাও করতে পারি।

710
আরজি কর ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আরজি কর ইস্যুতে হাসপাতাল কর্ত়ৃপক্ষের পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। প্রমাণ লোপাট থেকে তদন্ত- সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ।

810
পুলিশের চাপ

মৃতদেহ দাহ করার জন্যও পুলিশ চাপ দিয়েছিল, পরিবারের সদস্যরও প্রথমে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ। মৃতার মায়ের দাবি পুলিশের কাছে তিনি অনুরোধ করেছিলেন।

910
নমুনা সংগ্রহ নিয়ে প্রশ্ন

এদিন সুপ্রিম কোর্ট সিবিআই বলেছিল নমুনা সংগ্রহ ও ফরেন্সিক রিপোর্টে তারা সন্তুষ্ট নয় বলেও জানিয়েছে।

1010
বিনীতের বিরুদ্ধে আরও অভিযোগ

কামদুনি ধর্ষণকাণ্ডের তথ্য প্রমাণ বিনীত গোয়েলের নেতৃত্বে লোপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেইমত আরজি করের তথ্য প্রমাণও তিনি লোপাট করেছেন বলেও দাবি আন্দোলনকারীদের।

click me!

Recommended Stories