বিরাট আপডেট দিলেন মমতা! বেছে বেছে কিছু কর্মীকে দেওয়া হবে ১০ শতাংশ DA? জারি নোটিশ

Published : Feb 06, 2025, 09:01 AM IST

বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এদিকে ৭ম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এই পরিস্থিতিতে মিলল নতুন খবর! এবার কি বেছে বেছে কর্মীদের ডিএ দেবে মমতার সরকার!

PREV
113

বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।

213

ফলে স্বাভাবিকভাবেই সকলের ক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলেছে।

313

এদিকে সুপ্রিম কোর্টে বারবার মামলা উঠলেও শুনানি হচ্ছে না। যে কারণে মন ভাঙছে একের পর এক সাধারণ কর্মীর।

413

এবার কি বেছে বেছে কর্মীদের ডিএ দেবে মমতার সরকার!

513

অর্থাৎ প্রতিটি দফতর থেকে কিছু কর্মীকে বেছে নিয়ে তাঁদের ডিএ বাড়ানো হবে!

613

আদৌ কি এই খবর সত্যি? এই ইস্যুতে নবান্ন দিল বড় আপডেট!

713

ডিএ (Dearness Allowance) ইস্যুতে এবার কার্যত নিজেদের মধ্যেই দ্বন্দে জড়ালেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।

813

কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের লাফিয়ে লাফিয়ে যখন মহার্ঘ ভাতা বাড়ছে তখন অন্যদিকে বাংলার সরকারি কর্মীদের কপালে এই সুখ যেন লেখা নেই।

913

এখন নিশ্চয়ই ভাবছেন যে ফের কবে আন্দোলন শুরু হবে সরকারি কর্মীদের?

1013

ঘোষণা করা হয়েছে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, বকেয়া DA মিটিয়ে দেওয়ার মতো বিভিন্ন দাবিতে রাস্তায় নামবেন রাজ্য সরকারি কর্মীরা।

1113

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কদের বক্তব্য, যতদিন না তাঁদের দাবিপূরণ করা হচ্ছে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না, ততদিন আন্দোলন চলবে।

1213

রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে আক্রমণ শানালেন মহার্ঘ ভাতা আন্দোলনের অন্যতম বড় মুখ নির্ঝর কুণ্ডু।

1313

কিছু কর্মীকে শীঘ্রই ‘DA’ দেওয়া হবে বলে কটাক্ষ করলেন নির্ঝর। তিনি রাজ্য সরকারি কর্মীদের একাংশকে এক কথায় চাঁচাছোলা ভাষায় আক্রমণ সানালেন। কিছু কর্মীকে শীঘ্রই ‘DA’ দেওয়া হবে বলে কটাক্ষ করলেন নির্ঝর।

click me!

Recommended Stories