মাঘেই চড়ছে পারদ, আর কদিন থাকবে শীতের আমেজ? আবহাওয়া নিয়ে বিরাট আপডেট হাওয়া অফিসের

Published : Feb 06, 2025, 06:47 AM IST

পশ্চিমবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমলেও শীতের আমেজ ফিরবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

PREV
110

মাঘেই পারদ চড়েছে পশ্চিমবঙ্গে। সঙ্গে জেলাগুলোতেই।

210

কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রা হয়েছে ২৮.২ ডিগ্রি। যা স্বাভাবিতের থেরে ১.২ ডিগ্রি বেশি। আবার সর্বনিম্ন হয়েছে ১৯.৭ ডিগ্রি।

310

সদ্য আলিপুর আবহাওয়া দফতর নিয়ে বিরাট আপজেট দিল আবহাওয়া নিয়ে।

410

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় আগামী ২৪ ঘন্টা সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না।

510

শুক্রবার থেকে দুই থেকে তিন পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে এারের মতো পাকাপাকিভাবে বিদায় নেবে শীত।

610

শীতের পথে ঢাল হলে দাঁড়িয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে শীত সেভার জাঁকিয়ে বসতে পারেনি।

710

আপতত তাপমাত্রা বাড়লেও দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে তাপমাত্রা নামতে পারে ফের। তার জেরে আদৌ শীতের আমেজ ফিরবে কি না তা নিয়ে রয়েছে সন্দেহ।

810

তেমনই দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি সম্ভাবনা নেই। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

910

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃদ্ধির সম্ভাবনা নেই।

1010

আজ কলকাতার আবহাওয়া সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রির আশে পাশে ঘোরা ফেরা করবে।

click me!

Recommended Stories