সাইক্লোনের ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রকে ঠুকতে গিয়ে বিপত্তি, কটাক্ষের শিকার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Published : Oct 26, 2024, 12:44 PM IST
mamata banerjee

সংক্ষিপ্ত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, রাজ্যে বন্যা ও সাইক্লোনের জন্য কেন্দ্র এক টাকাও দেয়নি। এই বক্তব্যের পর নেটিজেনরা তাঁকে কটাক্ষ করেছেন এবং বিভিন্ন প্রশ্ন তুলেছেন।

 

বাংলাকে বন্যা, সাইক্লোনে এক টাকাও দেওয়া হয় না। শুক্রবার এই কথা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এই কথা. শুক্রবার কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগতে দিলেন মুখ্যমন্ত্রী। আর এর ঠিক পরই নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন মুখ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় দেখা গেল একাধিক কমেন্ট। রিতা দাস নামে এক ব্যবহারকারী লেখেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাঁধ নির্মাণে, সাইক্লোন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যবহার করলেই তো পারেন। কেন্দ্র দিচ্ছে না বলে সব সময় নাকি কান্না করে মানুষের দৃষ্ট ঘোরানো। প্রীতম রায় লেখেন, ভাবছিলাম কখন তিনি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরাবেন? পলাশ দত্ত লেখেন, বেচারি, কত কষ্ট করে রাত জেগে ঝাড়ার হিসেব করে রাখল চাল ত্রিপল ত্রান শেষ পর্যন্ত ঝড় টাই এল না। চোরদের হেডকোয়ার্টার কালীঘাটে আজ শোকের ছায়া।

কাজী হাসানুর স্বপন নামে একজন লেখেন, সত্যি তো উগাণ্ডায় খরা হলেও কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য অর্থ বরাদ্দ করে না। এটা মেনে নেওয়া কঠিনই বটে। দেবদীপ সরকার লেখেন, পূর্ব মেদিনীপুরে যেটুকু ক্ষতি হয়েছে, তার জন্যে টাকা চাইনা, ওটা আমার সতীন পো-র জেলা। বিশ্বজিৎ সোম লেখেন, ঝড় না আসায় ওনার যে কষ্ট হয়েছে। সেটা উনি ছাড়া আর কেউ জানে না। সম্পদ পাঁজা লেখেন, ঝড় এদিকে হলে তবে তো দেবে। অসীম মাঝি লেখেন, সারা রাত জেগে তা হলে o। সুমন বাগ লিখেছেন, ঝড় হল কোথায় আর ক্ষতি পূরণ চাইছে কে।

 

PREV
click me!

Recommended Stories

ED Raid : ইডি’র তল্লাশিতে বাধা, হল মামলা! কতটা বিপদে মমতা? কী বললেন কুণাল ঘোষ?
Samik Bhattacharya : ছুটে গিয়ে ED-র কাজে হস্তক্ষেপ, মমতাকে ধুয়ে দিলেন শমিক!