শুভেন্দুর হুমকির পরই মমতার বাড়তি গুরুত্ব ভবানীপুরে? দলের ৮ কাউন্সিলরের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী

Published : Feb 28, 2025, 09:32 AM ISTUpdated : Feb 28, 2025, 09:36 AM IST

ভবানীপুর কেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক হিসেবেই পরিচিত। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক তিনি। এই এলাকার ভোটারও তিনি। 

PREV
110
নজরে ভবনীপুর

ভবানীপুর কেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক হিসেবেই পরিচিত। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক তিনি। এই এলাকার ভোটারও তিনি।

210
ভবানীপুরে মন

আগামী বছর বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এই কেন্দ্র থেকেই বিধানসভা নির্বাচনে লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখন থেকেই আঁটঘাঁট বেঁধে নামছেন।

310
বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক

মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্রের ৮ কাউন্সিলরকে নিয়ে বৈঠক করেছেন। নেতাজি ইন্ডোরের বৈঠকের পরই তিনি নিজের দলের ও নিজের বিধানসভা কেন্দ্রের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

410
বৈঠকে ছিলেন

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে ছিলেন ফিরহাদ হাকিম। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ভাই সন্দীপ বক্সী (৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কলকাতা পুরসভার মেয়র পারিষদ), অসীম বসু (৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র পারিষদ), দেবলীনা বিশ্বাস (৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বোরো-৯-এর চেয়ারপার্সন), কাজরী বন্দ্যোপাধ্যায় (৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সম্পর্কে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ)।

510
আলোচনার বিষয়

ভবানীপুর কেন্দ্র নিয়ে রাজনৈতিক ভাবে আরও শক্তিশালী হওয়ার বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে, চলমান প্রকল্প এবং উন্নয়নমূলক কাজগুলি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মমতা।

610
কেন গুরুত্ব?

কেন তৃণমূল কংগ্রেস গুরুত্ব দিচ্ছে ভবানীপুরে- তাই নিয়ে শুরু হয়েছে চর্চা। অনেকেই বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হবেন শুভেন্দু অধিকারী। তাই এখন থেকেই আঁটঘাঁট বেঁধে নামতে চাইছে মমতা। যাতে আবার না নন্দীগ্রামের মত দশা হয়।

710
এগিয়ে পিছিয়ে

গত লোকসভা নির্বাচনে ভবানীপুরে ৭৩,৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ডেই কেবলমাত্র এগিয়েছিল তৃণমূল। বাকি পাঁচটিতে অর্থাৎ ৬৩, ৭০, ৭১, ৭২ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে গিয়েছিল বিজেপি। সেই বিষয়ে দলের কাউন্সিলরদের বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে বলেছেন মমতা।

810
নন্দীগ্রামের শোধ!

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু যদি এই কেন্দ্রের প্রার্থী হন তাহলে তৃণণূলের প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে হারিয়ে শোধ তুলতে চান। আর সেই কারণে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে তৃণমূল।

910
বিজেপির বার্তা

যদিও বিজেপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। প্রার্থী তালিকাও তৈরি হয়নি। বর্তমানে বিজেপি ব্যস্ত দলের সংগঠন মজবুত করতে।

1010
শুভেন্দু সক্রিয়

ভবানীপুরে যাতায়াত বাড়িয়েছেন শুভেন্দু অধিকারী। পরপর কয়েকটি দলীয় কর্মসূচিতে বিজেপি নেতা শুভেন্দু ছিলেন ভবানীপুরে। সেখানে থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুমকি দেন।

Read more Photos on
click me!

Recommended Stories