সংক্ষিপ্ত

নেতাজি ইন্ডোরে দলীয় সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে একহাত নেন। তিনি বিজেপিকে গেরুয়া কমরেড বলে কটাক্ষ করেন। তিনি বলেন, 'দুর্গাপুজোয় কয়দিন ছুটি দেয় আপনাদের সরকার? ছট পুজোয় কয়দিন ছুটি দেয়?'

নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের দলীয় সমাবেশ থেকে বিরোধী বিজেপি, কংগ্রেস ও সিপিএম-কে চড়া সুরে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে 'গেরুয়া কমরেড' বলে কটাক্ষ করেন। পাশাপাশি তিনি জানিয়ে দেন ইন্ডিয়া জোট তিনি গঠন করেছেন। আর তিনি ও তাঁর তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে আছেন আর থাকবেন।

বিজেপিকে নিশানা মমতার

নেতাজি ইন্ডোরে দলীয় সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে একহাত নেন। তিনি বিজেপিকে গেরুয়া কমরেড বলে কটাক্ষ করেন। তিনি বলেন, 'দুর্গাপুজোয় কয়দিন ছুটি দেয় আপনাদের সরকার? ছট পুজোয় কয়দিন ছুটি দেয়?'তিনি আরও বলেন, বিজেপিকে বাংলা যোগ্য জবাব দেবে। তিনি বলেন, 'মহারাষ্ট্র-দিল্লিতে ওরা বিজেপির খেলা ধরতে পারেনি। বাংলায় আমরা ধরব। যোগ্য জবাব দেব। ২০২৭-২০২৯-এর মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে। বিজেপির আয়ু আর মাত্র ২ বছর।' তিনি আরও বলেন, 'ভোট এলেই ওরা ঠিক করে কাকে জেলে ঢোকাতে হবে, কার নামে চার্জশিট দিতে হবে, কাকে চোর বলতে হবে। লজ্জা করে না! আরজি কর মামলার সমাধান করতে পারেনি। '

ভোটার তালিকা নিয়ে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন, তিনি বলেছেন, ভোটার তালিকা কারচুপি ধরতে জেলায় জেলায় কোর কমিটি গঠন করা হবে। এই কমিটি ভোটার তালিকা নিয়ে কাজ করবে। আর মাত্র তিন দিনের মধ্যেই রিপোর্ট দেবে। মমতার দাবি বংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করেছে বিজেপি। পঞ্জাব-হরিয়ানার লোকের নাম বাংলায় ভোটার তালিকায় দেওয়া হয়েছে। দিল্লি থেকে হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেছেন, '২০২৬ সালে আবার খেলা হবে। সেইকাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্যে দিয়ে। ' প্রয়োজনে নির্বাচন কমিশনে ধর্নারও হুঁশিয়ারি দেন মমতা।

কংগ্রেসকে তোপ

মমতা জানিয়েছেন, কংগ্রেস বিশ্বাসঘাতকতা না করলে এই রাজ্যে ২০০১ সালেই তিনি ও তাঁর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসত। তিনি আরও বলেন, ইন্ডিয়া জোটে তিনি আছেন। জোট তাঁরই তৈরি করা। তিনি আরও বলেন, 'এখানকার কংগ্রেস আর সিপিএম ইন্ডিয়া জোটে নেই। আছে তৃণমূল কংগ্রেস।'