কেন্দ্রের ছুটি বাতিলের পর 'বড়দিনের ছুটি' নিয়ে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর, চিন্তা বাড়ল কর্মীদের

Published : Dec 20, 2024, 07:32 AM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার পার্ট স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভ্যালের উদ্বোধন করেন। ২৪ ও ২৫ ডিসেম্বর অ্যালেন পার্কে গাড়ি চলাচল বন্ধ থাকবে এবং রাজ্যে ছুটি থাকবে বলে ঘোষণা করেন তিনি।

বৃহস্পতিবার বড়দিনের উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্ট স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভ্যালের সূচনা করেন। কলকাতার অ্যালেন পার্কে উৎসব চলবে টানা কদিন। এদিনে উৎসবে এসে বড়দিনের ছুটি নিয়ে বিশেষ ঘোষণা করল মুখ্যমন্ত্রী।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর সোমবার পর্যন্ত। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দার্জিলিংয়ের বন্ধুদের আমি শুভেচ্ছা জানাই। আমার এখানে আসার কারণ আমি আর্চ বিশপের কথা শুনতে ভালোবাসি। আমরা বাংলার মানুষ সব ধর্ম, সংস্কৃতিকে ভালোবাসি। বাংলা সকলকে নিয়ে চলে। এটা একটা সুন্দর উৎসব। এটা আমার একার কৃতিত্ব নয়। এটা বাংলার মানুষের কৃতিত্ব। তিনি বলেন, ২৪ এবং ২৫ এখানে গাড়ি চলবে না। এখানে সবাই এনজয় করুন। খাবার খান।

জানা গিয়েছে, ২৪ এবং ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে কোনও গাড়ি চলবে না। তা পরিণত ববে ওয়ার্কিং স্ট্রিটে। তেমনই তিনি জানান, কেন্দ্র ২৫ ডিসেম্বরের ছুটি বাতিল করে। কিন্তু আমাদের রাজ্যে আমরা ছুটি রাখি। আমি মিডনাইট সেলিব্রেশনে যাই। আমি একটা কথা ভালোবাসি, ক্রিসমাস মানে ভালোবাসা, জয়, শান্তি, একটা ভালো শিক্ষা, একতা। গোটা বিশ্বে আমাদের শুভেচ্ছা রইল।

তিনি আরও বলেন, আমাকে নিমন্ত্রণ করায় আমি খুশি হই। আমি ভাগ্যবান যে আমি এই রাত উদযাপন করার সুযোগ পাই। আমি ক্রিসমাস ফেস্টিভ্যাস উপলক্ষ্যে একটি গান তৈরি করেছি। গত পরশু আমি করেছি এটা। ইন্দ্রনীল সেন ও শ্রীরাখা বন্দোপাধ্যায় এটা করছেন। সব মিলিয়ে খুশির হাওয়া শহর জুড়ে। 

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?