অবশেষে DA নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত শতাংশ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের বেতন?

Published : Jan 02, 2025, 07:42 AM IST

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে অनिশ্চয়তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের আর্থিক অবস্থার কারণে আপাতত ডিএ বৃদ্ধি সম্ভব নয়। কর্মীদের ক্ষোভ বাড়ছে।

PREV
110

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারী কর্মীদের কত শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়বে তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে জলঘোলা।

210

কেন্দ্রীয় সরকার জানুয়ারি থেকে ৩ শতাংশ হাতে ডিএ দেবে। সব মিলিয়ে কর্মীদের ডিএ ৫৩ শতাংশ।

310

সেখানে এখনও মমতা সরকার ডিএ ঘোষণা করল না। যা নিয়ে ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। এরই মাঝে দিলেন কড়া বার্তা।

410

গতবার লোকসভা নির্বাচলেন পর ৪ শতাংশ ডিএ বেড়েছিল রাজ্য সরকারী কর্মীদের। গতবার বড়দিনের সময় ডিএ ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

510

এবারের চিত্রটা খানিক আলাদা। এখনও ডিএ ঘোষণা করেননি। যা নিয়ে আন্দোলন করে চলেছেন সরকারি কর্মীরা।

610

এরই মাঝে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন এখনই বাড়ছে না ডিএ।

710

খানিকটা চড়া সূরে বলেন, কেন্দ্রের মতো ডিএ দিতে পারবেন না। কারণ রাজ্যেক আর্থিক অবস্থা অতটা উন্নত নয়।

810

তিনি বলেন, এতে কারও সমস্যা থাকলে সে কেন্দ্রীয় সরকারি চাকরি করতে পারে। কিন্তু আপাতত ডিএ দিতে পারবে না রাজ্য সরকার।

910

এই নিয়ে ক্রমে ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। একাংশের দাবি, মমতা সরকার বিভিন্ন ভাতা বাড়াতে পারলেও ডিএ দিচ্ছে না।

1010

আপাতত দেখার মমতা সরকারের এই সিদ্ধান্তের বদল হয় কি না। কবে বাড়বে ডিএ সেদিকে তাকিয়ে সকলে।

click me!

Recommended Stories