কড়া নিরাপত্তা ব্যবস্থা চলছে কলকাতা ও হাওড়ার বিভিন্ন অঞ্চলে। যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। জারি হয়েছে একাধিক বিধি নিষেধ। তেমনই নিরাপত্তার লৌহবাসরে ঘিরে ফেলা হয়েছে নবান্ন।
পুরো শহর থমথমে। চলছে হাতে গোনা যানবাহন। চারিদিকে পুলিশে ছয়লাপ। আজ দুপুর দুটো থেকে নবান্ন ঘেরাওয়ের কর্মসূচি। সে কারণে আজ কড়া নিরাপত্তা ব্যবস্থা চলছে কলকাতা ও হাওড়ার বিভিন্ন অঞ্চলে। যান নিয়ন্ত্রণ করছে পুলিশ। জারি হয়েছে একাধিক বিধি নিষেধ। তেমনই নিরাপত্তার লৌহবাসরে ঘিরে ফেলা হয়েছে নবান্ন। আজ ব্যাপক নিরাপত্তার ঘেরাটোপে নবান্ন পৌঁছালেন মুখ্যমন্ত্রী।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার অর্থাৎ আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। দুপুর একটা নাগাদ কলেজ স্কোয়্যার এবং সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে জমায়েত হবেন আন্দোলন কারীরা। তারপর তাঁরা হাঁটবেন নবান্নের উদ্দেশ্যে। দুপুর দুটো থেকে নবান্ন ঘেরাওয়ের কর্মসূচি। আর এই কারণে সকাল সকাল নবান্নে হাজির হলেন মুখ্যমন্ত্রী। অন্যান্য দিনের তুলনায় আজ একটু আগেই নবান্ন পৌঁছান তিনি।
এর আগে এই ছাত্র অভিযান বাতিল করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু, সে আর্জি খারিজ হয়েছে। তাই আন্দোলন কোনও ভাবেই বন্ধ করতে পারেননি মুখ্যমন্ত্রী। আজ প্রায় তিন সপ্তাহ হতে চলল আরজি কর কাণ্ডের। এখনও কোনও সুরাহা হয়নি এই সমস্যার। দ্রুত বিচারপ্রক্রিয়া শেষে দোষীদের শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগে দাবিতে আজ পথে নামছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে তথাকথিত অরাজনৈতিক দল।
আর এই পশ্চিমবঙ্গ ছাত্রসমাজে-র ডাকা নবান্ন অভিযানের আগেই নবান্নে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মঙ্গলবার অন্যান্য দিনের তুলনায় আগেই সেখানে পৌঁছেছেন তিনি। আর মুখ্যমন্ত্রীর এই আচরণই সকলের মনে তুলেছে প্রশ্ন। তবে, সত্যিই কি তিনি ভীত? আরজি কর কাণ্ডে সকল তথ্য লোপাট করা হচ্ছে- এই দাবি উঠেছে বহুদিন ধরে। আঙুল উঠেছে মুখ্যমন্ত্রীর দিকেও কারণ অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মমতার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। আর তাই তিনি তদন্তে বাধা দিচ্ছেন বলে দাবি অনেকেরই। সে যাই হোক, আজ মুখ্যমন্ত্রীর এহেন আচরণ ফের তুলল প্রশ্ন।