'বাংলা ভাষার উপরে সন্ত্রাস চলছে কেন?' ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তীক্ষ্ণ প্রশ্ন মমতার

Published : Jul 21, 2025, 02:21 PM ISTUpdated : Jul 21, 2025, 03:05 PM IST
mamata

সংক্ষিপ্ত

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ ২১শে জুলাই। এদিন বাংলা ভাষার পক্ষে ব্যাটিং করেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি কাগজ তুলে ধরে দাবি করেন, অবিজেপি শাসিত রাজ্যগুলিতে নাকি একটি করে সার্কুলার কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে।

DID YOU KNOW ?
উত্তম কুমারের জন্ম কবে?
উত্তম কুমারের জন্ম ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বরে

২১শে জুলাইয়ের মঞ্চ থেকে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে তাকিয়ে ছিল গোটা রাজ্য। একের পর এক কটাক্ষে কেন্দ্রের মোদী সরকারকে বিঁধলেন তিনি। সরাসরি বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন 'ড্যামেজ করলে, ড্যামেজ কন্ট্রোল করার মেশিনারিও আমাদের আছে'।

হুঁশিয়ারি দিয়ে মমতার দাবি বিএসএফের অধীনে কয়লা, গরু, আরপিএফের অধীনে রেল, আমরা বিজেপির চুরি ধরে ফেলেছি। প্রসঙ্গত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ ২১শে জুলাই। এদিন বাংলা ভাষার পক্ষে ব্যাটিং করেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি কাগজ তুলে ধরে দাবি করেন, অবিজেপি শাসিত রাজ্যগুলিতে নাকি একটি করে সার্কুলার কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, সন্দেহভাজন কেউ হলেই সেই ব্যক্তিকে নাকি একমাস পর্যন্ত আটক করে রাখা যায়। এদিকে মমতা আজ বলেন, 'বাংলার ওপর সন্ত্রাস চলছে।' এরই সঙ্গে তিনি আবার বলেন, 'বিজেপি এখন ঠিক করে দিতে চায় যে কে কী খাবে, কে মাছ খাবে, কে কার মাথা খাবে।'

মমতা বলেন, 'যাকে যাকে ডিটেনশন ক্যাম্পে আটক করা হয়েছিল, তাদের মামলা করে ছাড়িয়ে এনেছি আমরা। এরা বাংলা ভাষায় কথা বলত বলে।' মমতা দাবি করেন, হাজার জন বাঙালিকে আটক করা হয়েছে। ওড়িশা, দিল্লিতে বাঙালিদের ওপর 'অত্যাচার' নিয়ে অভিযোগ করেন মমতা। এদিকে মমতা বলেন, আমাদের কোনও ভাষার বিরুদ্ধে সমস্যা নেই। কিন্তু বাংলার ওপর কেন সন্ত্রাস হবে। প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে।

২৫ সালের একুশের মঞ্চ থেকে কি ছাব্বিশের সুর বাঁধলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়? এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তম ব্রজবাসীকে ডেকে নেন মঞ্চে। তিনি দাবি করেন, ৫০ বছর ধরে ব্রজবাসী কোচবিহারে থাকেন। তাঁকে অসম থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। মমতার অভিযোগ করেন, ভোটের সময় বিজেপি রাজবংশীদের কাছে টানে তারপর তারা রাজবংশীদের ওপর অত্যাচার করে।

এদিকে শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে রোহিঙ্গা ইস্যুতে তোপ দাগেন মমতা। কয়েকদিন আগে শুভেন্দু বলেছিলেন, পশ্চিমবঙ্গে ১৭ লাখ রোহিঙ্গা আছে। তাদের নাম ভোটার তালিকা থেকে কাটতে হবে। এই আবহে মমতা বলেন, রাষ্ট্রসংঘের হিসেবে সারা বিশ্বে ১০ লাখ রোহিঙ্গা। এই আবহে তিনি শুভেন্দুর দাবি নিয়ে বলেন, 'একটু পড়াশোনা করে বলা উচিত তো'।

মমতা বলেন, 'আমার কাছে লিস্ট আছে, আমি জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। সারা পৃথিবীতে রোহিঙ্গা সংখ্যা কত? ইউনাইটেড নেশন বলছিল দশ লক্ষ। সেটা বেড়ে সর্বোচ্চ ১৩-১৪ লাখ হবে। আপনি কীভাবে বলছেন সতেরো লক্ষ?'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের
দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা