Abhishek Banerjee: 'ছাব্বিশের পর বিজেপিকে জয় বাংলা বলাব', একুশের মঞ্চ থেকেই নির্বাচন নিয়ে গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি অভিষেকের

Published : Jul 21, 2025, 01:58 PM ISTUpdated : Jul 21, 2025, 03:46 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Abhishek Banerjee on BJP: একুশের মঞ্চ থেকে ফের দিল্লি কাঁপানো ডাক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। গেরুয়া শিবিরের বিরুদ্ধে কী বললেন তিনি? জানুন বিশদে… 

DID YOU KNOW ?
উত্তমকুমারের সেরা খ্যাতি
সত্যজিৎ রায়ের পরিচালনায় 'নায়ক' ছবির মাধ্যমে উত্তমকুমার আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন।

Abhishek Banerjee on BJP: বছর ঘুরলেই ছাব্বিশের নির্বাচন। দিনকতক আগেই বাংলায় সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬ সালের নির্বাচনে গেরুয়া শিবিরের পাখির চোখ যে বাংলা দুর্গাপুরের সভা থেকে সেই কথা ঠারেঠারে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নির্বাচনে দলীয় কর্মী-সমর্থক এবং রাজ্যবাসীর জন্য বিজেপি বিরোধী সুর বেঁধে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শহিদ দিবসের সভা মঞ্চ থেকে ভাষণ রাখতে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত গেরুয়া শিবিরকে একহাত নিলেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, ''এত কিছু সত্ত্বেও বাংলায় জিততে পারেনি বিজেপি। বিজেপি-তৃণমূল সম্মুখসমরে। বাংলায় জিততে পারেনি বলে বাংলা ভাষায় জ্বালা।'' একুশের মঞ্চ থেকে ঠিক এভাষাতেই বিজেপিকে নিশানা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক আরও বলেন, ''বাংলার ভোটার লিস্টে কারচুপি করতে দেব না। জিততে না পারলে ভাতে মারার পরিকল্পনা। ছাব্বিশের নির্বাচনের পর জয় বাংলা বলবে। ছাব্বিশের পর বিজেপিকে জয় বাংলা বলাব। এবার পদ্মফুল উপড়ে ফেলা হবে। এবার পার্লামেন্টে বাংলায় কথা বলব।'' শুধু তাই নয়, সোমবার একুশের মঞ্চ থেকে মোদির জয়-দুর্গা স্লোগানকেও তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ''আমরা মেরুদণ্ড বিক্রি করব না। শান্ত বাংলাকে, কেউ অশান্ত করতে পারবে না। জো হামসে টাকরায়েগা, চুর চুর হো জায়গা।'' এখানেই শেষ নয়, বিচারব্যবস্থার একাংশকেও এদিন কড়া ভাষায় আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক আরও জানান, ইলেকশন কমিশনের কারচুপি রুখতে তৃণমূল কংগ্রেসের কর্মিরা আজ‌ও রক্ত দিতে প্রস্তুত। আর যদি নেত্রী অনুমতি দেন তাহলে ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা দিল্লিতেও আন্দোলন করবো। ''আগে বলতো 'জয় শ্রীরাম'। ঠেলায় পরে এখন বলছেন 'জয় মা কালী, জয় মা দূর্গা'। আমি আপনাদের বলে যাচ্ছি ২০২৬ এর বিধানসভা নির্বাচনের পর বলতে বাধ্য হবে 'জয় বাংলা'।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের
Messi Event Chaos: মেসি কাণ্ডে তৃণমূলকে চরম তুলোধোনা শতরূপ-সুজনদের, দেখুন কী বলছেন