আজ থেকেই ভ্যাপসা গরমের পালা শুরু, মেঘ কাটিয়ে রোদের তেজে পুড়তে চলেছে এই কয়েকটা জেলা

আজ সারাদিন রোদে পুড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শুধু তাই নয়, সপ্তাহন্তে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম এই সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে।

বিকেলের দিকে ঝড় বৃষ্টি আর সারাদিন আকাশের মুখ ভার। এই কয়েকটা দিনে বেশ নীচের দিকেই ছিল তাপমাত্রা। তবে সে আরামের পালা শেষ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে বুধবার একলাফে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রিরও বেশি। কেবল কলকাতাই নয়। বাংলায় একাধিক জায়গায় আজ বেড়েছে তাপমাত্রা।

আজ সারাদিন রোদে পুড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শুধু তাই নয়, সপ্তাহন্তে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম এই সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। গোটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

Latest Videos

বৃষ্টির দাপট থাকলেও এখন আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ভাঙতে পারে ৩৮ ডিগ্রির গন্ডি।

তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৫ জেলায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা ছাড়া ওপরের বাকি পাঁচ জেলার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বুধবারের মত ওই পরিমাণে ঝড়-বৃষ্টি হবে না। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানা যাচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে বিদর্ভের মধ্যে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৯ মার্চ, শুক্রবার। দক্ষিণবঙ্গ তাই আজ ঝড়-বৃষ্টির কিছুটা বিরতি। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে একাধিক জায়গায়। কাল থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

তবে বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দুএকটি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে। তবে তাপমাত্রা কমবে না তাতে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul