আজ থেকেই ভ্যাপসা গরমের পালা শুরু, মেঘ কাটিয়ে রোদের তেজে পুড়তে চলেছে এই কয়েকটা জেলা

আজ সারাদিন রোদে পুড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শুধু তাই নয়, সপ্তাহন্তে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম এই সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে।

Parna Sengupta | Published : Mar 28, 2024 1:19 AM IST

বিকেলের দিকে ঝড় বৃষ্টি আর সারাদিন আকাশের মুখ ভার। এই কয়েকটা দিনে বেশ নীচের দিকেই ছিল তাপমাত্রা। তবে সে আরামের পালা শেষ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে বুধবার একলাফে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রিরও বেশি। কেবল কলকাতাই নয়। বাংলায় একাধিক জায়গায় আজ বেড়েছে তাপমাত্রা।

আজ সারাদিন রোদে পুড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শুধু তাই নয়, সপ্তাহন্তে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম এই সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। গোটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

Latest Videos

বৃষ্টির দাপট থাকলেও এখন আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ভাঙতে পারে ৩৮ ডিগ্রির গন্ডি।

তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৫ জেলায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা ছাড়া ওপরের বাকি পাঁচ জেলার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বুধবারের মত ওই পরিমাণে ঝড়-বৃষ্টি হবে না। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানা যাচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে বিদর্ভের মধ্যে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৯ মার্চ, শুক্রবার। দক্ষিণবঙ্গ তাই আজ ঝড়-বৃষ্টির কিছুটা বিরতি। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে একাধিক জায়গায়। কাল থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

তবে বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দুএকটি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এখানে। তবে তাপমাত্রা কমবে না তাতে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024