কাল থেকে ৩১শে মার্চ পর্যন্ত টানা ছুটি পেতে পারেন! কীভাবে? দেখে নিন তালিকা

মার্চ মাসের শেষে একটানা ৫দিন ছুটি! আচমকা ছুটি পেতে পারেন আপনিও। যা আপনাকে দিতে পারে এক পারফেক্ট সর্ট ট্রিপের সুবিধা। তবে কবে, কীভাবে মিলবে এই ছুটি? চলুন বিস্তারিত জেনে নিই আজকের প্রতিবেদনে। দেখে নিন রাজ্যের লম্বা হলিডে লিস্ট।

Parna Sengupta | Published : Mar 27, 2025 5:49 PM
17

মার্চ মাসের শেষে কাজের চাপে বিরক্ত হয়ে পড়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর।

27

চলতি বছরে মার্চ মাসের ছুটির তালিকায় নজর রাখলে দেখা যাচ্ছে যে, একটানা বেশ কয়েকদিন লম্বা ছুটি রয়েছে।

37

২৭শে মার্চ, বুধবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন এবং রাজ্য সরকারের ছুটি।

৩১শে মার্চ, রবিবার ঈদ উল ফিতর উপলক্ষে সমস্ত জায়গায় সরকারি ছুটি।

১লা এপ্রিল, সোমবার ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন উপলক্ষে সরকারি ছুটি।

47

এছাড়া ২৯শে মার্চ শুক্রবার এবং ৩০শে মার্চ শনিবার ছুটি হওয়ায় কিছুটা প্ল্যান করলে টানা ৫ দিনের এক সফর করে আসা যেতে পারে।

57

কীভাবে মিলবে টানা ছয় দিনের ছুটি?

প্রথমত ২৭শে মার্চ, বুধবার একটি সরকারি ছুটি রয়েছে। এরপর ২৮শে মার্চ, বৃহস্পতিবার যদি সিক লিভ বা ক্যাজুয়াল লিভ নিয়ে নেওয়া যায়, তাহলে মিলবে একটা এক্সট্রা ছুটি।

67

এরপর ২৯ এবং ৩০শে মার্চ যথাক্রমে শুক্রবার এবং শনিবার, যা ছুটির দিন। তারপর ৩১শে মার্চ এবং ১লা এপ্রিল পর্যন্ত ঈদ উল ফিতরের ছুটি থাকছে। তাই একটানা মিলবে ৫দিনের ছুটি।

77

তবে এই ছুটির প্রসঙ্গ নিয়ে এক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি কলকাতা পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে বলা হয় বিশ্বকর্মা পুজোয় ছুটি না দিয়ে ইদে টানা দুই দিন ছুটি দেওয়া হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos