
Kolkata Fire News: কয়েক ঘন্টার ব্যবধানে শীতের সকালে শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবারের পর বৃহস্পতিবার নিউ টাউনের থাকদারিতে বিধ্বংসী আগুন। দমকল সূত্রে খবর, এদিন সকালে থাকদারি মেন রোডের ওপর পাঁচতলা অফিস বিল্ডিংয়ে সকাল সাতটা নাগাদ আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেই বিষয়ে অবশ্য স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। নিউটাউন থানার পুলিশ। পরে আরও তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এদিকে আগুনের তীব্রতায় ভেঙে পড়ে কাঁচের জানলা। মুহুর্তের মধ্যে সারা বহুতলে ছড়িয়ে পড়ে আগুন। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শটসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে, পুড়ে ছাই ১০০ ঘর, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রণক্ষেত্র নোনাডাঙা! শীতের রাতে সহায় সম্বলহীন শয়ে শয়ে মানুষ। শহর কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার সন্ধ্যায় আনন্দপুর থানার অন্তর্গত নোনাডাঙার মাতঙ্গিনী কলোনিতে লাগে ভয়াবহ আগুন। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় একের পর এক ঝুপড়ি। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় শীতের রাতের আকাশ।
সকাল হতেই সামনে এল ধ্বংসের করুণ ছবি। জানা যাচ্ছে, এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে অন্তত ১০০টি ঘর। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, একের পর এক রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। যার ফলে আগুন নেভাতে চরম বেগ পেতে হয় দমকল কর্মীদের।
প্রসঙ্গত, গতকালই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী জাভেদ খান এবং পুলিশ কমিশনার মনোজ ভার্মা।শীতের ভোরে যেখানে ঘুম থেকে ওঠার কথা, সেখানে ছাই হয়ে যাওয়া ভিটেয় সম্বল খুঁজছেন মাতঙ্গিনী কলোনির বাসিন্দারা। আগুন লাগার যথাযথ কারণ কি — তা খতিয়ে দেখছে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।