ঝপ করে নামল পারদ, দক্ষিণবঙ্গে কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত? জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

Published : Nov 20, 2024, 06:58 AM ISTUpdated : Nov 20, 2024, 09:19 AM IST

নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই শুরু হয়ে গিয়েছে পারদ পতন। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ কমছে এবং আগামী সপ্তাহে আরও ২-৩ ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে নামতে পারে।

PREV
110

নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই শুরু হয়ে গিয়েছে পারদ পতন। সকালে অনুভূত হচ্ছে উত্তুরে হাওয়া।

210

কমছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এই তাপমাত্রা ধীরে ধীরে আরও কমবে বলে জানিয়েছে হাওয় আফিস।

310

চলতি সপ্তাহের আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে জানা গিয়েছে। তাই শীত আসতে আর দেরি নেই। ক্রমে বাড়বে শীত এমনই খবর হাওয়া অফিস সূত্রে।

410

ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে নামতে পারে।

510

দক্ষিণের অন্যান্য জেলাগুলোতে তুলনায় বেশি ঠান্ডা পড়েছে পুরুলিয়ায়। এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা কমেছে। বর্তমানে পুরুলিয়াতে ১২ ডিগ্রি তাপমাত্রা। তেমনই শ্রীনিকেতনে ১৪ এবং কলকাতায় ১৮ ডিগ্রির ঘরে এখন পারদ।

610

হাওয়া অফিস সূত্রে খবর, বাংলা জুড়ে তাপমাত্রা কদিন ধরে ওঠা নামা করছে। তবে, এবার ধীরে ধীরে কমবে তাপমাত্রা।

710

অন্যদিকে উত্তরে আবহাওয়ার খানিক উন্নত হয়েছে। কমেছে বৃষ্টি। সেখানেও শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ।

810

পূর্বাভাস বলছে উত্তববঙ্গের তাপমাত্রাও নিম্মুখী। শীঘ্রই জাঁকিয়ে শীত পড়বে উত্তরে।

910

কলকাতার তাপমাত্রাও যে নিম্ন মুখী তা বলার অপেক্ষা রাখে না। ক্রমে কমছে তাপমাত্রার পারদ। আজ সারাদিন হালকা শীতের আমেজ অনুভূত হবে। মঙ্গলবার ভোরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

1010

সব মিলিয়ে শীঘ্রই আসছে শীতের দিন। কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি কমবে বলে জানা গিয়েছে।

click me!

Recommended Stories