RG Kar Case: আরজি কর মামলার শুনানির ৬ষ্ঠ দিনে অন্য মেজাজে সঞ্জয় রায়, একী হল সিভিক ভলান্টিয়ারের

মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ হত্যাকণ্ডের ষষ্ঠ দিন। জানুন এই দিন কী কী হল আদালতে।

 

Saborni Mitra | Published : Nov 19, 2024 2:49 PM IST
111
আরজি কর মামলা

আরজি কর হত্যাকাণ্ড মামলার শুনানির ষষ্ঠ দিন। শিয়ালদহ আদালতে নিত্যদিনই চলছে এই মামলার শুনানি।

211
আদালতে হাজির সঞ্জয় রায়

এদিনও আদালতে হাজির করান হয়েছিল হত্যাকাণ্ডের একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে।

311
মঙ্গলবার অন্য মেজাজে সঞ্জয়

এদিন সম্পূর্ণ অন্য মেজাজে ছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রয়। এদিন চিৎকার করাতো দূরের কথা! কথাই বলার চেষ্টা করেনি সঞ্জয়।

411
কড়া নিরাপত্তা

এদিনও কড়া নিরাপত্তায় সঞ্জয় রায়কে আদালতে নিয়ে যআসা হয়। পুলিশের ঘেরাটোপে ছিল সঞ্জয় রায়ের প্রিজন ভ্যান।

511
প্রথম দুই দিন

প্রথম দুই দিন আদালত চত্ত্বরে প্রবল চিৎকার করে হৈচৈ শুরু করে দিয়েছিলেন সঞ্জয় রায়। কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন রাজ্য প্রশাসনকে।

611
বিনীত গোয়েলকে নিশানা

সঞ্জয় রায় নিশনা করেছিলেন কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলকে। সঞ্জয় বলেছিল তাকে ফাঁসানোর চক্রান্ত করেছিল বিনীত গোয়েলরা।

711
সোমবার সঞ্জয়কে আটকাতে উদ্যোগ

সোমবার সঞ্জয় রায়কে আদালতে পেশ করা হয়েছিল। কড়া নিরাপত্তা ছিল। সঞ্জয় যাতে কথা বলতে না পারে সাংবাদিকদের সঙ্গে তার জন্য পুলিশের গাড়িতে হর্ন দেওয়া হয়েছিল। পুলিশ ক্রমাগত গাড়িতে চাপড় মেরে আওয়াজ করছিল।

811
এদিন অন্য ছবি

এদিন সম্পূর্ণ অন্য মেজাজে ছিল সঞ্জয় রায়। কারও সঙ্গে কোনও রকম কথা বলার চেষ্টা করেনি। চুপচাপ গাড়িতে বসে ছিল।

911
রোজ শুনানি

গত ১১ নভেম্বর থেকে আরজি কর মামলার নিয়মিত শুনানি চলছে। আদালত জানিয়েছে আরজি কর হত্যাকাণ্ডের নিয়মিত শুনানি হবে।

1011
ইন ক্যামেরা শুনানি

আরজি কর হত্যাকণ্ডের ইন ক্যামেরা শুনানি চলছে। তাই আদালত থেকে বেরিয়েও কেউ কোনও কথা বলেননি।

1111
তিন মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু

৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল নির্যাতিতর দেহ। যার অর্থ ৯২ দিনের দিনেই বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রশ্ন কবে শেষ হবে বিচার প্রক্রিয়া।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos