বারবার ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য, দলের অন্দরেই সমালোচনার মুখে ফিরহাদ হাকিম

বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিন্দু-মুসলিম বিতর্ক তুঙ্গে উঠেছে। এরই মধ্যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

তিনি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য। কিন্তু নিজেই বারবার দলীয় শৃঙ্খলাভঙ্গ করে চলেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। গত কয়েক মাসে ধর্ম নিয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করে দলেই সমালোচনার মুখে পড়েছেন ফিরহাদ। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ফিরহাদের এই ধরনের মন্তব্যে ক্ষুব্ধ দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অসন্তোষের কথা স্পষ্ট করে দিয়েছেন। দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ফিরহাদ যা বলছেন, তার সঙ্গে দলের নীতি, অবস্থানের সম্পর্ক নেই। দল এই মন্তব্য অনুমোদন করছে না।

সংখ্যালঘু-সংখ্যাগুরু মন্তব্য

Latest Videos

সম্প্রতি এক অনুষ্ঠানে ফিরহাদ বলেছেন, 'বাংলায় আমরা ৩৩%। কিন্তু ভারতে মাত্র ১৭%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা ভাবি, সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের উপরে থাকে, তা হলে আমরা এক দিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। সর্বশক্তিমানের এই নির্দেশ তথা ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারব।' এর আগে ফিরহাদ বলেছিলেন, 'ধর্ম পালনের সাথে সাথে ইসলাম ধর্মাবলম্বীদের অমুসলিমদের কাছে ইসলামের বাণী ছড়িতে দিতে হবে। আল্লাহের রহমত আমাদের রয়েছে। আমরা ইসলাম নিয়ে জন্মেছি। আর ইসলাম নিয়ে জন্মানো মানে আমাদের রসুল আমাদের জন্নতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনও অপরাধ না করি ইসলাম নিয়ে জন্মানো মানে জন্নতে পথ পরিষ্কার। কিন্তু আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়ত ও কোর আন শরিফের মানে বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমরা ইমান দিতে পারি তাহলে আমাদের জন্নতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা মুসলিম ঘরে জন্মেছি, বড় হয়েছি, আমাদের নমাজ, আদব – কায়দা বেশিরভাগ মানুষেরই জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের ইসলামে আমন্ত্রণ জানিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে।' বারবার এই ধরনের মন্তব্যে বিতর্ক বাড়ছে। সাফাই দিয়ে এখন ফিরহাদ বলছেন, ‘আমি একজন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ। আমি মৃত্যুর দিন পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকব।’ কিন্তু তাতে বিতর্ক থামছে না।

ফিরহাদকে সরানোর দাবি

ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য ফিরহাদকে কলকাতার মেয়র পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে বিরোধীরা। ফিরহাদের মন্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপি, কংগ্রেস। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসেও ফিরহাদের বিরুদ্ধে সুর চড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'মমতার ছবি নিয়ে রাজনীতি...', নাম না করে হুমায়ুন কবীরকে একী বললেন ফিরহাদ হাকিম

ধর্ম সংক্রান্ত বিতর্কিত মন্তব্য, ফিরহাদ হাকিমকে বরখাস্তের দাবিতে বিধানসভায় গীতা হাতে বিক্ষোভ বিজেপি-র

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

India-Bangladesh সীমান্তে উদ্ধার Pakistani মর্টার! চরম উত্তেজনা Dinhata-এ | Cooch Behar News Today
Potato Price Hike : Kolkata-র বাজারে আলুর দাম বাড়িয়ে বিক্রি! অ্যাকশনে টাস্ক ফোর্স
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে 'বিস্ফোরক' প্রতিক্রিয়া চিরঞ্জিতের | Chiranjeet | India Bangladesh News
Bangla News Live : মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন সারজিস আলম | PM Modi | Sarjis Alam
PM Modi-কে হুমকি দিয়ে রাতারাতি বিখ্যাত হওয়ার কৌশল! | Sarjis Alam | India Bangladesh News