দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজ্ঞপ্তি জারি, তন্ময় ভট্টাচার্যর সাসপেনশন প্রত্যাহার সিপিআইএম-এর

এক মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। তবে এবার তাঁর সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হল।

সাসপেন্ড করার সময় রাজ্যজুড়ে হইচই পড়ে গিয়েছিল। দলের পক্ষ থেকেও প্রকাশ্যে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তন্ময় ভট্টাচার্যর সাসপেনশন প্রত্যাহার করার সময় কার্যত নীরবতা অবলম্বন করল রাজ্য সিপিআইএম নেতৃত্ব। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বিজ্ঞপ্তি জারি করে সাসপেনশন প্রত্যাহার করার কথা জানানো হয়েছে। তন্ময়কে সাসপেন্ড করার সময় তাঁর বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছিল সিপিআইএম নেতৃত্ব। কিন্তু সাসপেনশন প্রত্যাহার করার সময় তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে স্পষ্টভাবে জানানো হয়নি। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘‘সাসপেন্ড করা হয়েছিল তদন্ত চলা পর্যন্ত। তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। তাই সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। তদন্তে রিপোর্টে কী রয়েছে, তার ভিত্তিতে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।’

দলে নিজের জায়গা ফিরে পাবেন তন্ময়?

Latest Videos

২৭ অক্টোবর ফেসবুক লাইভে এক মহিলা সাংবাদিক অভিযোগ করেন, তিনি যখন তন্ময়ের বাড়িতে সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এই বাম নেতা। তিনি ওই সাংবাদিকের কোলে বসে পড়েন বলে অভিযোগ। এই অভিযোগ অস্বীকার করেন তন্ময়। কিন্তু সেদিনই তাঁকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন সেলিম। তন্ময়ের বিরুদ্ধে সরব হন প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। বরানগর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন মহিলা সাংবাদিক। তন্ময়কে থানায় তলবও করা হয়। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এবার তন্ময়ের সাসপেনশন প্রত্যাহার করল সিপিআইএম।

দলে কি কোণঠাসা তন্ময়?

তন্ময়কে সাসপেন্ড করার কথা প্রকাশ্যে জানিয়েছিল সিপিআইএম। কিন্তু এই নেতাকে দলে ফেরানোর সময় সেরকম কিছু করা হল না। এই ঘটনায় তন্ময়ের অনুগামীরা ক্ষুব্ধ। অনেকেই দলের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফেসবুক লাইভে শ্লীলতাহানির অভিযোগ মহিলা সাংবাদিকের, সাসপেন্ড সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য

বিতর্কে প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, বিশেষ মন্তব্য করলেন টলি সুন্দরী শ্রীলেখা মিত্র

'মমতা বন্দ্যোপাধ্যায় তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করবেন না'! কেন এই কথা বললেন শুভেন্দু অধিকারী

Share this article
click me!

Latest Videos

নিজের দেশের প্রাক্তন সেনা সদ্যসদের 'পাগল' বললেন! Bangladesh News #shorts #shortsviral #shortsfeed
'বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের জন্মই হত না' লোকসভায় বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
India-Bangladesh সীমান্তে উদ্ধার Pakistani মর্টার! চরম উত্তেজনা Dinhata-এ | Cooch Behar News Today
জয়নগরের মোয়া এত টেস্টি হয় কেন? খোঁজ নিল এশিয়ানেট নিউজ বাংলা, দেখুন আমাদের প্রতিবেদন | Jaynagar Moya
কি স্পর্ধা! সরাসরি মোদীকে হুমকি! Sarjis Alam on PM Modi #shorts #shortsvideo #shortsviral