মঙ্গলের সন্ধ্যা যেন 'কার্নিভাল'-এর কলকাতা, শহরের বুকে তৈরি হবে এক অভূতপূর্ব মুহূর্ত

Published : Oct 14, 2024, 11:17 PM ISTUpdated : Oct 15, 2024, 12:17 AM IST
DURGA PUJA CARNIVAL - DROHER CARNIVAL

সংক্ষিপ্ত

কলকাতা দেখবে এক অন্যরকম কার্নিভাল।

কলকাতা দেখবে এক অন্যরকম কার্নিভাল। মঙ্গলের সন্ধ্যে সাক্ষী থাকবে এক অনন্য ইতিহাসের।

একদিকে রাজ্য সরকারের ‘পুজো কার্নিভাল’, আর অন্যদিকে ‘দ্রোহের কার্নিভাল’। আরজি কর কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের এক চূড়ান্ত রুপ দেখতে চলেছে শহর। কারণ, তাদের এই আন্দোলনকে সংহতি জানিয়ে এবার মঙ্গলবার, ‘দ্রোহের কার্নিভাল’-এর ডাক দিয়েছে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’।

ঠিক বিকাল ৪টের সময়ে রানি রাসমণি রোডে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ডাক্তারদের মোট আটটি সংগঠনের উদ্যোগে যৌথ মঞ্চের এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে আরও বেশ কিছু মঞ্চ রানি রাসমণিতেই জমায়েতের আহ্বান জানিয়েছে। আর তাকে সমর্থন জানিয়েছে মেডিক্যাল কলেজের অধ্যাপকদের সংগঠনও।

আর ঠিক তার কিছুক্ষণ পর, বিকেল ৪.৩০ মিনিটে রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে ‘পুজো কার্নিভাল’। আর ঠিক মধ্যগগনে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে মুখ্যসচিব মনোজ পন্থ রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ না করার অনুরোধ জানিয়েছিলেন উদ্যোক্তাদের। সে অনুরোধ মানা তো অনেক দূরের ব্যাপার। উল্টে তাঁকেই ‘দ্রোহের কার্নিভালে’ আমন্ত্রণ জানিয়ে এসেছেন ডাক্তাররা।

ওদিকে আবার প্রস্তুতিতে খামতি রাখেনি পুলিশ। প্রায় চোখে পড়ার মতো সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও এই এলাকায় এমনিতেই পুলিশ থাকে। তবে সোমবার, সেই সংখ্যাটা অনেক বেড়েছে। যদিও ‘দ্রোহের কার্নিভাল’-এর কোনও প্রস্তুতি সোমবার রাত পর্যন্ত চোখে পড়েনি।

কিন্তু যতই সময় এগিয়েছে ততই যেন কৌতূহল বাড়ছে মানুষের। ঠিক কী হবে মঙ্গলের সন্ধ্যায়? একদিকে ‘পুজো কার্নিভাল’ এবং অপরদিকে ‘দ্রোহের কার্নিভাল’। সবমিলিয়ে, মঙ্গলের কলকাতা সাক্ষী থাকবে এক অন্যরকম মুহূর্তের।

আরজি কর কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের এক চূড়ান্ত রুপ দেখতে চলেছে শহর। কারণ, তাদের এই আন্দোলনকে সংহতি জানিয়ে এবার মঙ্গলবার, ‘দ্রোহের কার্নিভাল’-এর ডাক দিয়েছে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের
বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে