Metro Rail: বছর শেষে মেট্রো যাত্রীদের জন্য খারাপ খবর, বাড়তে চলছে মেট্রো রেলের ভাড়া

Published : Dec 31, 2024, 09:49 PM IST
metro train

সংক্ষিপ্ত

কবি সুভাষ এবং দমদম থেকে রাতের যে শেষ মেট্রো ছাড়ে তার ভাড়া দিনের বাকি সময়ের মেট্রোর মতো একই ছিল। কিন্তু আগামী ১০ ডিসেম্বর থেকে তার ভাড়া ১০ টাকা বাড়ানো হবে। 

নতুন বছরের শুরুতেই মেট্রো যাত্রীদের জন্য খারাপ খবর। বছরের প্রথম দিক থেকেই দিনের শেষে স্পেশাল মেট্রোর ভাড়া বাড়াতে চলছে মেট্রো কর্তৃপক্ষ। আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। তবে কয়েক দিনের জন্যই এই সিদ্ধান্ত স্থগিত রেখেছিল মেট্রো কর্তৃপক্ষ। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করতে চলছে মেট্রো কর্তৃপক্ষ।

কত বাড়বে ভাড়াঃ

কবি সুভাষ এবং দমদম থেকে রাতের যে শেষ মেট্রো ছাড়ে তার ভাড়া দিনের বাকি সময়ের মেট্রোর মতো একই ছিল। কিন্তু আগামী ১০ ডিসেম্বর থেকে তার ভাড়া ১০ টাকা বাড়ানো হবে। স্টেশন ভিত্তিতে প্রতি ক্ষেত্রেই ভাড়া বাড়বে। অর্থাৎ সর্বনিম্ন ভাড়াতে ১০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। ১৫, ২০ এবং ২৫ টাকার ভাড়ার ক্ষেত্রে বাড়বে টিকিটের মূল্য।

যাত্রীদের সুবিধের কথা মাথায় রেখেই রাত সাড়ে ১০টার পরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছে। কিন্তু তাতে যাত্রী সংখ্যা খুব একটা বাড়েনি। হাতেগোনা যাত্রী নিয়ে যাতায়াত করে মেট্রো রেল। আর সেই কারণে লোকসানও হচ্ছে। রাতের শেষ মেট্রো তুলে না দিয়ে যাত্রীদের কথা মাথায় রেখেই শেষ মেট্রোর জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। রাত ১০টা ৪০ মিনিটে প্রান্তিক স্টেশন থেকে যে শেষ মেট্রো ছাড়বে তার যাত্রীদেরই শুধুমাত্র গুণতে হবে অতিরিক্ত ১০ টাকা। অর্থাৎ ন্যায্য ভাড়ার সঙ্গে আরও ১০ টাকা দিতে হবে। অন্যদিকে মেট্রো রেলের বেসরকারীকরণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নতুন যেসব রুট চালু হয়েছে সেখানেও ভরসা গুটিকয়েক রেল কর্মী। যাদের মধ্য়ে অধিকাংশই চুক্তিভিক্তিক কর্মী। অন্যদিকে যাত্রীদের সুবিধের কথা মাথায় রেখেই এই দিন অর্থাৎ বর্ষবরণের রাতে আপ ও ডাউন লাইনে তিন জোড়া অতিরিক্ত মেট্রো চালাচ্ছে কর্তৃপক্ষ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর