New Year's Eve: বর্ষবরণের রাতে ওয়াচ টাওয়ার থেকে কন্ট্রোল রুম- সর্বত্রই সতর্ক থাকবে পুলিশ

Published : Dec 28, 2024, 11:08 PM IST
Christmas Evening

সংক্ষিপ্ত

পুলিশ জানিয়েছে, মা ফ্লাইওভারে রাত দুটো নাগাদ টুই হুইলার চালান যাবে। তবে স্পিড মেনে চলাতে হবে। বর্ষবরণের দিনের ভিড়ের কথা মাথায় রেখেই এই ছাড় দেওয়া হচ্ছে।

বড়দিনের পর এবার বর্ষবরণের রাতে কলকাতা সহ গোটা রাজ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। শনিবার কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন বর্ষবরণের রাতে গোটা শহরই মোড়া থাকবে নিরাপত্তার চাদরে। বর্ষবরণের রাতে শহরে মোতায়েন থাকবে ৪৫০০ পুলিশ কর্মী। শহরে যাতে কোনও দুর্ঘটনা বা অরাজক পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সতর্ক থাকবে প্রশাসন। বাংলাদেশের অস্থিরতার কারণে এমনিতেই রাজ্যে আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতি রাজ্যের মানুষ যাতে নিরাপদে উৎসবে মেতে উঠতে পারে তারই জন্য সক্রিয় থকবে প্রশাসন।

পুলিশ জানিয়েছে, মা ফ্লাইওভারে রাত দুটো নাগাদ টুই হুইলার চালান যাবে। তবে স্পিড মেনে চলাতে হবে। বর্ষবরণের দিনের ভিড়ের কথা মাথায় রেখেই এই ছাড় দেওয়া হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, বড়দিনে কোনও সমস্যা হয়নি। সাধারণ মানুষের কাছে কোনও অভিযোগ আসেনি। তাই বর্ষবরণের রাতেও নিরাপদে যাতে কাটতে পারে তারই ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও বলেছেন, পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বউবাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। পানশালাগুলিতে কড়া নজরদারি থাকবে। মার্কুইজ স্ট্রিটেও নজরদারি চালান হবে।

কলকাতা পুলিশ জানিয়েছে, শহরের প্রতিটি থানা ও ট্রাফিক পুলিশকে নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। পার্ক স্ট্রিটে এবার বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যা। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি নিশ্ছিদ্র করার নির্দেশ দেওয়া হয়েছে । কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্ষবরণের রাতে কলকাতায় কারা আনাগোনা করছে তার দিকেও কন্ট্রোলরুম থেকে নজর চালান হবে। পার্ক স্ট্রিটকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি। প্রতিটি জোনে ডিসি-র নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে। কলকাতা পুলিশের উইনার্স টিম মিলেনিয়াম পার্ক, ভিক্টোরিয়া ও ময়দানে টহল দেবে বলেও জানা গিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Today Live News: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী