মেট্রো বিভ্রাট! বৃহস্পতিবার ভরদুপুরে থমকে গেল মেট্রো, প্রযুক্তিগত ত্রুটি বলে জানাল কর্তৃপক্ষ

Published : Sep 11, 2025, 03:11 PM IST

বৃহস্পতিবার ভর দুপুরে ব্যহত মেট্রো পরিষেবা। হঠাৎ করেই শুরু হয় ভাঙা রুটে সার্ভিস। কলকাতা মেট্রো নিয়ে ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। মহানায়ক উত্তম কুমার থেকে দীর্ঘ সময় ধরে কাটা সার্ভিসে চলে মেট্রো পরিষেবা। পরবর্তীকালে পরিষেবা স্বাভাবিক হয়।  

PREV
15
মেট্রো বিভ্রাট

বুধবারের পর বৃহস্পতিবারও মেট্রো বিভ্রাট। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় পুজোর মুখে সমস্যায় জেরবার হতে হয় যাত্রীদের। বৃহস্পতিবার দুপুরে প্রায় আধ-ঘাণ্টা ভাঙা পথেই চলে মেট্রো পরিষেবা। যা নিয়ে রীতিমত ক্ষুব্ধ মেট্রো যাত্রীরা। এমনিতেই কলকাতা মেট্রোর ব্লু লাইন পরিষেবা কবি সুভাষ অর্থাৎ প্রান্তিক স্টেশন পর্যন্ত বন্ধ। তারপর পরপর দুই দিন মেট্রো বিভ্রাটে ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে।

25
কলকাতার লাইফলাইন মেট্রো

কলকাতা মেট্রোর শাখাপ্রশাখা বিস্তার হচ্ছে। একাধিক রুটে ঢাঁক ঢোল পিটিয়ে মেট্রো পরিষেবা চালু হচ্ছে। কিন্তু যাত্রীদের সমস্যার সুরাহা হচ্ছে না। মেট্রোর পরিষেবা অবনতি হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। সবথেকে বেশি সমস্যা ব্লু লাইন মেট্রোতে। অধিকাংশ দিনই ব্যহত হচ্ছে পরিষেবা।

35
বৃহস্পতিবারের সমস্যা

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই ব্যহত হয় মেট্রো পরিষেবা। বৃহস্পিতবার দুপুর ১২টা ২০ মিনিটে হঠাৎ করেই ঘোষণা করা হয়, প্রযুক্তিগত ত্রুটির জম্য আপাতত মহানায়ক উত্তর কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচলব করবে।

45
পরিষেবা ব্যাহত হওয়ার কারণ

পরিষেবা ব্যাহত হওয়ার কারণ,কবি সুভাষ স্টেশনে একটি পয়েন্ট খারাপ হওয়াতেই এই বিপত্তি। তবে বেলা ১২টা ৫০ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হয়। বুধবারও প্রযুক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণেশ্বর থেকে বরাহনগর পর্যন্ত মেট্রো পরিষাবা দিয়েছিল কর্তৃপক্ষ।

55
সোমবার থেকেই ব্যহত পরিষেবা

চলতি সপ্তাহের সোমবার থেকেই ব্যাহত হচ্ছে মেট্রোর যাত্রী পরিষেবা। সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল অফিসযাত্রীদের। চলতি সপ্তাহে মঙ্গলবার ছাড়া বাকি সব দিনই মেট্রোতে কোনও না কোনও সমস্যা হচ্ছে। মেট্রোর পরিষেবা ব্যহত হওয়ায় ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে।

Read more Photos on
click me!

Recommended Stories