
Metro News: দিনের ব্যস্ত সময়ে ফের ব্লু লাইনে মেট্রো বিভ্রাট। সেন্ট্রাল স্টেশনে আপ লাইনে আত্মহত্যার চেষ্টা করেন একজন। মেট্রো লাইনে মরণঝাঁপ। যারফলে ব্যাহত আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা। মেট্রোরেল সূত্রে খবর, বর্তমানে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ডাউন লাইনে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। এদিকে প্রায় দিনই মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনায় বিরক্ত যাত্রীরা। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, অফিস টাইমে এই গরমে মেট্রো ভোগান্তিতে জেরবার যাত্রীরা।
জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ একদন সেন্ট্রাল মেট্রো স্টেশনের আপ লাইনে ঝাঁপ দেন। তারপর থেকেই ব্যাহত হয় মেট্রো পরিষেবা। যদিও ঘন্টাখানেকের মধ্যে ফের স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, ''শনিবার ১১টা ৫৫ মিনিট নাগাদ সেন্ট্রাল স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে এক জন পড়ে যান। ওই লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। ফলে আপাতত ভাঙা পথে মেট্রো চলছে। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা চালু আছে। আশা করা হচ্ছে, খুব দ্রুত সম্পূর্ণ পথে মেট্রো চালানো যাবে।'' জানা গিয়েছে দুপুর ১২টা ৫৫ মিনিট নাগাদ আপ এবং ডাউন লাইনে পরিষেবা আবার স্বাভাবিক হয়েছে।
অন্যদিকে, গত সপ্তাহের শুরুতেই কবি সুভাষ রুটে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। গত ৩০ জুন সোমবার সকাল থেকেই বিপর্যস্ত থাকে মেট্রো পরিষেবা। ফলে বাড়ি থেকে অফিসের জন্য বেরিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, এই মুহুর্তে কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত স্বাভাবিক মেট্রো পরিষেবা। তবে দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত ব্যাহত পরিষেবা। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের লাইনে জল জমার ফলে মেট্রো পরিষেবা ব্যাহত । ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল আপাতত বন্ধ । সূত্রের খবর, আপাতত দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক এবং কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সচল । তবুও গন্তব্যে যেতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।