ফেব্রুয়ারিতে ৮ দিন বন্ধ থাকবে মেট্রোর একাংশ! বিকল্প পরিষেবার জন্য বৈঠক বাস সংগঠনের সঙ্গে

আগামী ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।

সেই দিনগুলিতে সাধারণ মানুষের পরিবহণ পরিষেবা স্বাভাবিক রাখতে বেসরকারি বাসমালিকদের সংগঠনের সঙ্গে এবার বৈঠক করল পরিবহণ দফতর। বুধবার, পরিবহণ ভবনে আয়োজিত এই বৈঠকে বেসরকারি বাস মালিকদেরকে মেট্রো বন্ধ থাকার কথা জানানো হয়েছে।

সেইসঙ্গে, তাদের কাছে ওই দিনগুলিতে অতিরিক্ত বাস চালিয়ে পরিবহণ পরিষেবা স্বাভাবিক রাখার আবেদনও জানানো হয়েছে বলে খবর। পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসে ১৩-১৬ এবং ২২-২৫ তারিখ দুটি ধাপে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান এবং শিয়ালদহ থেকে বিধাননগর পর্যন্ত চলাচল করে।

Latest Videos

কিন্তু মেট্রো কর্তৃপক্ষ শিয়ালদহ ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যেও মেট্রো চালিয়ে বিধাননগর থেকে অল্প সময়ের ব্যবধানে হাওড়া ময়দান থেকে যাতায়াতের সুবিধা দিতে চান শহরবাসীকে। তাই এই দু’টি পৃথক লাইন জুড়তে কয়েকধাপে মেট্রো পরিষেবা বন্ধ রেখে কাজ করতে হবে বলে জানিয়েছে তারা।

যদিও মেট্রো কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেনি। তবে ফেব্রুয়ারি মাসে যে দুটি ধাপে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা যে বন্ধ থাকবে, সেই বিষয়ে একপ্রকার নিশ্চিত পরিবহণ দফতরের শীর্ষ আধিকারিকরা। তাই বিকল্প পরিবহণ পরিষেবা দিতেই বেসরকারি বাসমালিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন।

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির নেতা রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, “নতুন বাস কিনে তো পরিষেবা বাড়ানো সম্ভব নয়। সেই কথা আমরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। আমরা যেটুকু করতে পারব, তা হল বাসের ট্রিপ সংখ্যা বাড়াতে পারব। ওই সময় হাওড়া ময়দান ও সল্টলেকে আমাদের প্রতিনিধিরা থাকবেন। তারা পরিবহণ দফতরের সঙ্গে কথা বলে সমন্বয় রাখবেন।”

বেঙ্গল বাস সিন্ডিকেটের নেতা সুরজিৎ সাহা বলেন, “পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরাও আমাদের শর্তের কথা জানিয়েছি পরিবহণ দফতরকে। হয়ত বাসের সংখ্যা আমরা বাড়াতে পারব না, কিন্তু যাতে যাত্রীদের অসুবিধা না হয়, বাসের ট্রিপ বাড়িয়ে পরিষেবা দিতে পারব।”

পরিবহণ দফতরের একটি সূত্র জানাচ্ছে, ফেব্রুয়ারি মাসে মোট আট দিন পরিষেবা বন্ধ রাখার পর, আবারও ইস্ট-ওয়েস্ট মেট্রোর লাইন জুড়তে পরে আরও চার সপ্তাহ মেট্রো বন্ধ রাখার কথাও শোনা যাচ্ছে। তবে সেই বিষয়ে নিশ্চিত বার্তা পেলে পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ করবে পরিবহণ দফতর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

অ্যাকশনে 'যোগী পুলিশ', ইদের নমাজকে কেন্দ্র করে অশান্তি পাকানোর চেষ্টা বানচাল! | Latest News
'আপনাদের সঙ্গে গোটা সরকার আছে...' বিরাট ভরসা দিলেন মমতা! দেখুন | Mamata Banerjee Eid 2025
Narendra Modi: মায়ানমার ভূমিকম্পে প্রথম সাহায্য ভারতের! মোদীর ‘অপারেশন ব্রহ্মা’ নিয়ে বিশ্বে হইচই
অশনি সংকেত! আজ শুভেন্দু যা বলে দিলেন, দেখুন | Suvendu Adhikari Latest Speech | Bangla News
Naxalbari News: কাজ করেও পয়সা নেই! বাগান কর্তৃপক্ষের টালবাহানায় ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা