রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, নয়া নির্দেশিকা জারি করল অর্থ মন্ত্রক, এই কাজ করলে চলে যেতে পারে চাকরি

Published : Feb 06, 2025, 11:34 AM ISTUpdated : Feb 06, 2025, 06:59 PM IST

অর্থ মন্ত্রক সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে, অফিসের ডিভাইসে AI টুলস ব্যবহারে সতর্ক করে। ChatGPT, DeepSeek-এর মতো AI অ্যাপ ব্যবহার গোপন তথ্যের জন্য বিপজ্জনক হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

PREV
110

রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ বৃদ্ধি পাবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। এখনও মেলেনি নিশ্চিত খবর।

210

এরই মাঝে কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল অর্থ মন্ত্রক। এক প্রকার তাদের সতর্ক করা হল।

310

অফিসের কম্পিউটার অথবা ল্যাপটপে তথা অফিস ডিভাইসে এআই অ্যাপ বা টুলস ব্যবহার নিয়ে প্রকাশ্যে এল নয়া নির্দেশিকা।

410

নির্দেশিকা অনুযায়ী, অফিসের কম্পিউটার এবং ডিভাইসে chatGPT, DeepSeek-র মতো AI টুল ও AI অ্যাপের ব্যবহার ভারত সরকারের গোপন নথি ও তথ্যের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে।

510

নির্দেশিকায় বলে হয়েছে, সেই কারণে সরকারি কম্পিউটার, ল্যাপটপ ও ডিভাইসে এই ধরনের অ্যাপ ও টুলের ব্য়বহার কঠোর ভাবে এড়ানো উচিত।

610

গত ২৯ জানুয়ারি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে সরকারি কর্মীদের উদ্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে। কর্মীদের সতর্ক করা হয়েছে।

710

বর্তমানে এআই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বাড়ছে। এদেশে একাধিক বিদেশি এআই অ্যাপ ব্যবহার করা হয়। অনেকে নিজেদের কাজ সহজ করতে এগুলো ব্যবহার করে থাকে।

810

অফিসের কম্পিউটার এবং ল্যাপটপে তথা অফিস ডিভাইসে এআই অ্যাপ বা টুলস ব্যবহার করা নিয়ে সতর্ক করা হল।

910

নির্দেশ অনুসারে, অফিসের কম্পিউটার এবং ডিভাইসে ChatGPT, DeepSeek-র মতো এআই টুল বা এআই অ্যাপের ব্যবহার ভারত সরকারের গোপন নথি ও তথ্যের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে।

1010

তাই এগুলো এড়িয়ে চলার নির্দেশ দিল কর্মীদের।

click me!

Recommended Stories