প্রতিশ্রুতি রাজ্যের, সোমবারের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা, বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

একের পর এক ঘটনা ঘটছে বেশ কয়েকদিন ধরে। বিগত কিছুদিন ধরে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকা উধাও হওয়ার খবর সামনে এসেছে। সেই টাকা নিয়ে গ্রাহকদের নিশ্চিন্ত করল রাজ্য সরকার। হল বড় ঘোষণা!

Parna Sengupta | Published : Nov 10, 2024 12:03 PM IST
110

লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার ১০০০০ টাকা সহ আরও একাধিক প্রকল্পের টাকা আসল প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না এসে চলে যাচ্ছে সাইবার প্রতারকদের অ্যাকাউন্টে।

210

একের পর এক ঘটনা ঘটছে বেশ কয়েকদিন ধরে। বিগত কিছুদিন ধরে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকা উধাও হওয়ার খবর সামনে এসেছে।

310

সেই টাকা নিয়ে গ্রাহকদের নিশ্চিন্ত করল রাজ্য সরকার। হল বড় ঘোষণা!

410

এবার রাজ্যের তরফে জানানো হল সোমবারের মধ্যেই রাজ্যের ৮৫ জন পড়ুয়ার অ্যাকাউন্টে প্রবেশ করতে চলেছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা।

510

সিআইআই-তে এডুকেশন সামিটের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব বিনোদ কুমার। সেখানেই তিনি বলেন, “সমস্ত বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ রকম ঘটনা বাঞ্ছনীয় নয়। আগামী সোমবারের মধ্যে প্রত্যেক স্টুডেন্টের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে।’

610

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এর পেছনে কেউ যুক্ত থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, আর যদি সিস্টেমে কোনও সমস্যা থাকে তা হলে যাতে দ্বিতীয় বার এই সমস্যা না হয় সেই বিষয়ে পদক্ষেপ করা হবে।”

710

কিভাবে একের পর এক পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে সেই নিয়ে তদন্ত চলছে। এখনও কিনারা হয়নি। তবে ছাত্র-ছাত্রীদের চিন্তা দূর করতে সরকারি তরফে আগেই প্রকল্পের টাকা দিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হল।

810

প্রসঙ্গত, কিভাবে এই ঘটনা ঘটল সেই বিষয়ে জানতে ইতিমধ্যেই বিভিন্ন জেলার পরিদর্শকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে স্কুল শিক্ষা দফতর।

910

সূত্রের খবর, ভুল তথ্য দেওয়া, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার কারণে যাদের টাকা এখন‌ও পৌঁছয়নি সেই বিষয়েও সরকার তথ্য সংগ্রহ করেছে।

1010

ইতিমধ্যেই এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে উঠে এসেছে গাফিলতির তত্ত্বও। প্রধান শিক্ষকদের গা ছাড়া মনোভাবের জন্যও কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos